নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের মেট্রোয় বিপত্তি। আজ, রবিবার সকালে টালিগঞ্জ (মহানায়ক উত্তম কুমার) স্টেশনে ঢোকার মুখেই সুরঙ্গের কাছে আটকে যায় একটি রেক। যান্ত্রিক ত্রুটির জেরে স্টেশনে ঢোকার মুখেই বিকল হয়ে যায় মেট্রোর রেকটি। আটকে পড়েন বহু যাত্রী। অভিযোগ, দীর্ঘক্ষণ বন্ধ মেট্রোর ভিতরে ছিলেন যাত্রীরা। রেকটি মেরামতি করে চালু করার চেষ্টা করেও বিফল হন কর্মীরা। যাত্রীদের অভিযোগ, চালকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনও লাভ হয়নি। এসি, বিদ্যুৎহীন অবস্থায় ওই বন্ধ রেকেই থাকতে হয়েছে যাত্রীদের। দীর্ঘক্ষণবাদে আপৎকালীন দরজা খুলে যাত্রীদের ওই মেট্রো থেকে নামিয়ে আনা হয়। গোটা বিষয়টির জেরে দীর্ঘক্ষণ স্তব্ধ ছিল মেট্রো পরিষেবা।আপাতত গোটা রুটে পরিষেবা দুপুর ১টা থেকে স্বাভাবিক হয়েছে। যদিও যাত্রীদের অভিযোগ, ডাউনে মেট্রো দেরিতে চলছে। ছুটির দিনে, ফেস্টিভ মুডে রয়েছে শহরবাসী। বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার জন্য মেট্রোয় উঠেছিলেন অনেকে। তারপরেই পড়েন বিপাকে। এই নিয়ে বছরের শেষে বারবার ব্যাহত হচ্ছে মেট্রোর পরিষেবা। যাতে ক্ষুব্ধ নিত্যযাত্রীরা। কিছুদিন আগেই দমদম এয়ারপোর্ট রুটে তিনটি স্টেশনে দীর্ঘক্ষণ বিদ্যুৎ সংযোগ ছিল না। সেই সময়েও মেট্রো পরিষেবা ব্যাহত হয় ওই রুটে। যাত্রীদের অভিযোগ, মেট্রোর পর্যাপ্ত রক্ষণাবেক্ষণের অভাবে এই ঘটনাগুলি ঘটছে।