• টানা ৪৮ ঘণ্টার পর বাড়ল কলকাতার তাপমাত্রা! নতুন বছরে কেমন থাকবে আবহাওয়া?
    প্রতিদিন | ২৮ ডিসেম্বর ২০২৫
  • নিরুফা খাতুন: বর্ষশেষের বাকি দিনগুলোতে জমিয়ে শীতের আমেজ বাংলায়। তবে টানা দু’দিন ১২ ডিগ্রির ঘরে থাকার পর বাড়ল কলকাতার তাপমাত্রা। ১৪ ডিগ্রি হয়েছে মহানগরের তাপমান। আগামী কয়েকদিন তাপমাত্রা এমনই থাকবে। নতুন বছর থেকে কিছুটা উর্ধ্বমুখী হবে বাংলার তাপমাত্রা। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের তাপমাত্রা কিছুটা বেড়েছে। তবে এক অঙ্কেই আছে দার্জিলিং-সহ সংলগ্ন জেলার তাপমাত্রা।

    হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে নতুন বছরের শুরুতে ঊর্ধ্বমুখী হতে পারে পারদ! ৩১ ডিসেম্বর থেকে বাড়তে পারে তাপমাত্রা। তবে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। নতুন বছরের শুরুতে ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা।

    আজ, কলকাতার তাপমাত্রা সামান্য বেড়ে ১৪ ডিগ্রির ঘরে তাপমাত্রা। দু-তিন দিন একই রকম আবহাওয়া। মঙ্গলবার থেকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে পারে। ২ ডিগ্রি সেলসিয়াস বাড়ার পূর্বাভাস। রবিবার সকালের কলকাতার আকাশে হালকা কুয়াশা। বেলা বাড়লে আকাশ পরিষ্কার হবে। আবহাওয়া শুষ্ক। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আজ মহানগরের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৯ ডিগ্রি।

    রবিবার পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ১০ ডিগ্রি। আগামী কয়েকদিন পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ৯ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। উপকূলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৩ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।  আগামী দু-দিন একই রকম তাপমাত্রা থাকবে। বর্ষশেষের বাকি দিনগুলিতে ভরপুর শীতের আমেজ।

    উত্তরবঙ্গজুড়ে ঘন কুয়াশার সতর্কবার্তা। আজ, রবিবার ও সোমবার দার্জিলিং, উত্তর দিনাজপুর, কোচবিহারে ঘন কুয়াশার সতর্কবার্তা। দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নেমে আসতে পারে! কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর ও মালদহতেও বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশা থাকবে! দৃশ্যমানতা ২০০ মিটারের কাছাকাছি নেমে আসতে পারে। খুব সকালে কুয়াশার সম্ভাবনা বেশি। পরে আকাশ পরিষ্কার হবে। কোথাও কোথাও দিনভর আংশিক মেঘলা আকাশ ও কুয়াশার সম্ভাবনা। হাওয়া অফিস জানিয়েছে, দার্জিলিং-সহ সংলগ্ন পার্বত্য এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। মালদহ ও সংলগ্ন জেলায় অর্থাৎ উত্তরবঙ্গের নিচের দিকের জেলার তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।
  • Link to this news (প্রতিদিন)