হাতে গীতা নিয়ে আদালতে শতদ্রু, জেল হেফাজতে মেসি-কাণ্ডের মূল অভিযুক্ত
প্রতিদিন | ২৮ ডিসেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতে গীতা নিয়ে আদালতে ঢুকলেন শতদ্রু দত্ত। রবিবার তাঁর পুলিশি হেফাজতের মেয়াদ শেষ হয়েছে। সেকারণেই রবিবার বিধাননগর মহকুমা আদালতে পেশ করা হয় লিওনেল মেসির কলকাতা সফরের মূল উদ্যোক্তাকে। আদালতে প্রবেশের সময়েই দেখা যায়, ডানহাতে গীতা ধরে রয়েছেন শতদ্রু। গম্ভীর মুখে আদালতের দিকে এগোতে দেখা যায় তাঁকে। কিন্তু রবিবারও শতদ্রুর জামিনের আবেদন খারিজ হয়ে যায়।
গত ১৩ ডিসেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে প্রবল বিশৃঙ্খলা তৈরি হয়। সেদিনই বিমানবন্দর থেকে অনুষ্ঠানের মূল আয়োজক শতদ্রুকে গ্রেপ্তার করা হয়। ১৪দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয় শতদ্রুকে। পাশাপাশি শতদ্রুর রিষড়ার বাড়িতে তল্লাশি চালায় বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। তল্লাশির পরই ব্যাঙ্ক ও নানা লেনদেন সংক্রান্ত হিসাব খতিয়ে দেখেন সিটের আধিকারিকরা। তারপরই শতদ্রুর ২২ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়।
পুলিশি হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর রবিবার বিধাননগর মহকুমা আদালতে পেশ করা হয় শতদ্রুকে। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ আনেন সরকারি আইনজীবীরা। সরকারি অনুমতির আগেই খাদ্য় এবং পানীয় সরবারাহকারীদের সঙ্গে চুক্তি, ২৩ কোটি টাকার দুর্নীতির মতো নানা অভিযোগ এনেছেন সরকারি আইনজীবী। তাঁদের তরফে স্পষ্ট জানানো হয়, শতদ্রু যথেষ্ট প্রভাবশালী, সেকারণেই তাঁকে জামিন দেওয়া উচিত নয়।
দীর্ঘ সওয়াল জবাবের পর খারিজ হয়েছে জামিনের আবেদন। শতদ্রুকে ৯ জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। যদিও শতদ্রুর আইনজীবীর মতে, তাঁর মক্কেল এগিয়ে রয়েছেন আইনি যুদ্ধে। অন্যান্য শহরের উদাহরণ দিয়েছেন শতদ্রুর আইনজীবী। সঙ্গে জানিয়েছেন, কোনও সংস্থার তরফ থেকেই নিয়ম ভাঙা হয়নি। উল্লেখ্য, পুলিশি জেরায় শতদ্রু ইতিমধ্যেই একাধিক বিস্ফোরক দাবি করেছেন। এবার তাঁকে পাঠানো হল জেল হেফাজতে।