• SIR চাপে ‘আত্মঘাতী’ আরও এক বিএলও, এবার ঘটনাস্থল বাঁকুড়া
    প্রতিদিন | ২৮ ডিসেম্বর ২০২৫
  • ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: এসআইআরের চাপে আরও এক বিএলওর আত্মহত্যার অভিযোগ। এবার ঘটনাস্থল বাঁকুড়ার রানিবাঁধ। রবিবার সকালে উদ্ধার হয়েছে দেহ। সূত্রের খবর, মিলেছে মৃতের সই করা একটি নোট। তাতে লেখা, “আমি আর চাপ নিতে পারছি না।” খবর পেয়েই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। শুরু তদন্ত। বিষয়টা প্রকাশ্যে আসতেই ফুঁসে উঠেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়। কমিশন ও বিজেপিকে একহাত নিয়েছেন তিনি। 
  • Link to this news (প্রতিদিন)