• ২৩ কোটির দুর্নীতি, ২০ লক্ষ টাকা আত্মসাৎ শতদ্রুর! কবে টিকিটের দাম ফেরত পাবেন মেসিভক্তরা?
    প্রতিদিন | ২৮ ডিসেম্বর ২০২৫
  • ফারুখ আহমেদ, বিধাননগর: ২৩ কোটি টাকার দুর্নীতি, ২০ লক্ষ টাকা আত্মসাৎ! লিওনেল মেসির ভারত সফরের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তের বিরুদ্ধে এমনই ভূরিভূরি অভিযোগ আনল রাজ্য। রবিবার বিধাননগর মহকুমা আদালতে পেশ করা হয় শতদ্রুকে। সেখানে তাঁর জামিনের আর্জি খারিজ হয়েছে। আদালত থেকে বেরিয়ে সরকারি আইনজীবী জানান, একগুচ্ছ অভিযোগ রয়েছে শতদ্রুর বিরুদ্ধে। সেগুলি খতিয়ে দেখেই সিদ্ধান্ত নিয়েছে মহামান্য আদালত।

    গত ১৩ ডিসেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে প্রবল বিশৃঙ্খলা তৈরি হয়। সেদিনই বিমানবন্দর থেকে অনুষ্ঠানের মূল আয়োজক শতদ্রুকে গ্রেপ্তার করা হয়। ১৪দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয় শতদ্রুকে। পাশাপাশি শতদ্রুর রিষড়ার বাড়িতে তল্লাশি চালায় বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। তল্লাশির পরই ব্যাঙ্ক ও নানা লেনদেন সংক্রান্ত হিসাব খতিয়ে দেখেন সিটের আধিকারিকরা। তারপরই শতদ্রুর ২২ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়।

    পুলিশি হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর রবিবার বিধাননগর মহকুমা আদালতে পেশ করা হয় শতদ্রুকে। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ আনেন সরকারি আইনজীবী। তিনি জানান, টিকিট বিক্রি এবং সরকারি সম্পত্তি ধ্বংসে পরিমাণ মিলিয়ে দেখলে ২৩ কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে শতদ্রুর বিরুদ্ধে। ইতিমধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। তবে যুবভারতীর দর্শকরা টিকিটের দাম কবে ফেরত পাবেন, সেই নিয়ে স্পষ্ট জবাব মেলেনি। সরকারি আইনজীবী জানান, টাকা ফেরানোর প্রসেস চলছে।

    শতদ্রুর বিরুদ্ধে পূর্বপরিকল্পিতভাবে অশান্তি তৈরির অভিযোগও আনা হয়েছে। সরকারি আইনজীবীর কথায়, কলকাতা ছাড়া বাকি তিন শহরে দক্ষ ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছিল মেসির অনুষ্ঠান দেখভালের জন্য। কিন্তু কলকাতায় ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য বরাদ্দ ২০ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন শতদ্রু। এছাড়াও সরকারি অনুমতির আগেই খাদ্য় এবং পানীয় সরবারাহকারীদের সঙ্গে চুক্তি সেরেছিলেন শতদ্রু, রয়েছে সেই অভিযোগও। সরকারি আইনজীবী জানান, শতদ্রু অত্যন্ত প্রভাবশালী সেকারণেই তাঁকে জামিন দেওয়া উচিত নয়। যদিও শতদ্রুর আইনজীবীর মতে, যেভাবে তদন্ত চলছে তাতে তাঁরা আশাহত, কিন্তু বিচারব্যবস্থার উপর আস্থা রেখেছেন। শতদ্রুকে ৯ জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
  • Link to this news (প্রতিদিন)