মমতার নাম ও ছবি দিয়ে ভুয়ো বিজ্ঞাপন, সতর্ক করল পুলিশ
দৈনিক স্টেটসম্যান | ২৯ ডিসেম্বর ২০২৫
‘তৎক্ষণাৎ ঋণ’, ‘সিবিল ছাড়া ঋণ’, ‘সরকার অনুমোদিত ঋণ’, ‘কোনও যাচাই ছাড়া ঋণ’-এর মতো কয়েকটি শব্দবন্ধ প্রতারকরা ভুয়ো বিজ্ঞাপনে ব্যবহার করছেন বলে জানিয়েছে পুলিশ। ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াট্অ্যাপে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। সেই লিঙ্কে ক্লিক করলেই ভুয়ো কোনও অ্যাপ বা ওয়েবসাইটে অথবা নির্দিষ্ট কোনও হোয়াট্সঅ্যাপ নম্বরেও নিয়ে যাওয়া হচ্ছে। এর পর আধার কার্ড, প্যান কার্ডের তথ্য এবং ওটিপি চাওয়া হচ্ছে।