• ঘুরতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, মৃত্যু উত্তরবঙ্গ মেডিক্যালের জুনিয়র চিকিৎসকের
    এই সময় | ২৯ ডিসেম্বর ২০২৫
  • নকশালবাড়ি থানার কদমা মোড়ে দুর্ঘটনা। মৃত্যু হলো উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের এক জুনিয়র চিকিৎসকের। মৃত চিকিৎসকের নাম সায়ন্তনী ভাদুড়ি। এই ঘটনায় জখম আরও তিন জন। আহতরা প্রত্যেকেই চিকিৎসক। 

    রবিবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে চার জন চিকিৎসকের একটি দল পানিঘাটা যাচ্ছিল। পথে নকশালবাড়ির কদমা মোড় এলাকায় একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তাঁদের গাড়িটির। তাতেই গুরুতর আহত হন ওই চার চিকিৎসক। প্রথমে স্থানীয়রাই উদ্ধার কাজে হাত লাগান এবং আহতদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে পাঠানো হয়। সেখানেই সায়ন্তনীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। অন্যরা চিকিৎসাধীন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দুর্ঘটনার সময়ে গাড়িগুলির গতিবেগ কত ছিল, কোনও গাড়ি বেপরোয়া ভাবে চালানো হচ্ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। গত কয়েকদিন ধরেই উত্তরবঙ্গের একাধিক অংশ সন্ধ্যার পরে ঢাকছে ঘন কুয়াশার চাদরে। এর জেরে বাড়ছে দুর্ঘটনাও। 

  • Link to this news (এই সময়)