নয়াদিল্লি: হাতে মাত্র তিন দিন। এর মধ্যেই প্যানের সঙ্গে আধার সংযোগ করাতে হবে। চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে এই কাজ সারতে হবে। তবে সকলের জন্য নয় এই আধার-প্যান সংযোগ। চলতি বছরের ৩ এপ্রিল আয়কর দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, ১ অক্টোবর ২০২৪ সালের আগে আধার এনরোলমেন্ট নম্বর ব্যবহার করে যাঁরা প্যান কার্ড নিয়েছেন, তাঁদের এবার আধার নাম্বার যোগ করতে হবে। যাঁরা প্যানের সঙ্গে আধার যোগ করবেন না, ১ জানুয়ারি থেকে তাঁদের প্যান অকেজো হয়ে যাবে। তাঁরা এই প্যান ব্যবহার করে আর্থিক কাজকর্ম সারতে সমস্যায় পড়বেন। তাই আয়কর দপ্তরের ওয়েবসাইটে গিয়ে প্যান-আধার যোগ রয়েছে কি না, তা যাচাই করে নেওয়ার অনুরোধ করা হয়েছে। বিকল্প হিসেবে UIDPAN লিখে ৫৬৭৬৭৮ বা ৫৬১৬১ নম্বরে এসএমএস করে যাচাই করতে পারেন।