পাটনা: শনিবার রাতে বিহারের জামুই জেলায় লাইনচ্যুত হল মালগাড়ির আটটি ওয়াগন। এর মধ্যে তিনটি নদীতে পড়ে যায়। ব্যাপক আর্থিক ক্ষতি হলেও হতাহতের কোনও খবর মেলেনি। জসিডি থেকে ঝাঁঝার দিকে যাচ্ছিল সিমেন্ট বোঝাই মালগাড়িটি। রাত ১১টা ২৫ মিনিট নাগাদ জামুইয়ের টেলবা বাজার হল্টে বড়ুয়া নদীর রেলব্রিজে নিয়ন্ত্রণ হারায়। একের পর এক ওয়াগন লাইনচ্যুত হয়। এলাকাটি পূর্ব রেলের আসানসোল ডিভিশনের লাহাবন ও শিমুলতলা রেলস্টেশনের মাঝামাঝি জায়গায়। এর জেরে হাওড়া-পাটনা-দিল্লি রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। সমস্যায় বহু যাত্রী।
খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকরা। লাইন থেকে মালগাড়ি সরিয়ে দ্রুত মেরামতের কাজ শুরু হয়েছে। নদী থেকে ওয়াগনগুলি অন্যত্র নিয়ে যাওয়ার কাজও চলছে। এর জেরে একাধিক এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছে। বেশ কয়েকটি আবার নির্ধারিত সময়ের থেকে দেরিতে চলছে। বাতিল হওয়া ট্রেনের তালিকায় রয়েছে হাওড়া-দেরাদুন কুম্ভ এক্সপ্রেস, শিয়ালদহ-বালিয়া এক্সপ্রেস, মোকামা-হাওড়া এক্সপ্রেস। বন্দেভারত সহ একাধিক এক্সপ্রেস ট্রেন ধানবাদ-গয়া রুটে ঘুরপথে চলছে। ঠিক কী কারণে এই দুর্ঘটনা, তা এখনও জানা যায়নি। রেলের তরফে জানানো হয়েছে, একটি তদন্ত কমিটি গঠন করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।