• ত্রিপুরায় ভারত-বাংলাদেশ সীমান্তে পণ্য লেনদেনের প্রতিবাদ, উত্তেজনা
    বর্তমান | ২৯ ডিসেম্বর ২০২৫
  • বিশেষ সংবাদদাতা, আগরতলা: বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণ নিয়ে দেশের অন্যান্য রাজ্যের মতো ত্রিপুরাতেও প্রতিবাদ চলছে। এরইমধ্যে রবিবার মনু ল্যান্ড কাস্টমস দিয়ে বাংলাদেশের সঙ্গে পণ্য লেনদেনের প্রতিবাদে বিক্ষোভ দেখাল একদল যুবক। এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায়। যদিও ব্যবসায়ী সংগঠনের হস্তক্ষেপে লেনদেনে কোনও প্রভাব পড়েনি। 

    এব্যাপারে কৈলাসহরে ঊনকোটি জেলা আমদানি-রপ্তানি ব্যবসায়ী কমিটির সভাপতি গৌরাচাঁদ অধিকারী জানান,‘মনু ল্যান্ড কাস্টমস দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি সম্পূর্ণভাবে চালু রয়েছে। আন্তর্জাতিক বাণিজ্য একটি নির্দিষ্ট আইন ও কেন্দ্রীয় সরকারের নীতির মাধ্যমে পরিচালিত হয়। কোনও সংগঠন, রাজনৈতিক দল বা রাজ্য সরকারের এককভাবে এই বাণিজ্য বন্ধের ক্ষমতা নেই। এব্যাপারে দিল্লি থেকে সরকারি বিজ্ঞপ্তি জারি করতে  হয় এবং তা কাস্টমসের মাধ্যমে ব্যবসায়ীদের জানানো হয়। চাইলেই কেউ ব্যবসা বন্ধ করতে পারে না।’ তিনি আরও জানিয়েছেন, প্রতিবাদকারীদের এই বিষয়টি সংগঠনের পক্ষ থেকে বোঝানো হয়েছে। আর হঠাৎ করে এই লেনদেন বন্ধ হলে প্রায় শতাধিক শ্রমিকের রুজি-রোজগার বন্ধ হয়ে যাবে এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় তিনশো পরিবার ক্ষতিগ্রস্ত হবে। এদিনের ঘটনার পর মনু ল্যান্ড কাস্টমসে নিরাপত্তা বাড়ানো হয়েছে। ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে ইতিমধ্যেই কৈলাসহর থানায় লিখিতভাবে নিরাপত্তা বাড়ানোর আর্জি জানানো হয়। 

    এদিকে, শনিবার আগরতলার বোধজংনগর থানাধীন ভগবান চৌধুরী গংলুং এলাকায় বাংলাদেশ হয়ে গ্যাসেট আটটি বুলেট ট্যাঙ্কার পৌঁছলে স্থানীয় লোকজন ‘বাংলাদেশি গো-ব্যাক’ স্লোগান দেয়। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও নিরাপত্তা বাহিনী। জানা গিয়েছে, ওই ট্যাঙ্কারগুলির রাশিয়া থেকে বাংলাদেশ হয়ে ত্রিপুরা সীমান্ত গিয়ে আগরতলায় পৌঁছয়। সেগুলি বোধজংনগরে ইন্ডিয়ান অয়েলের বটলিং প্ল্যান্টে নিয়ে যাওয়া হচ্ছিল। 
  • Link to this news (বর্তমান)