বাজেট অধিবেশনে চশমা পরে ঢুকতে পারবেন না সাংসদরা, নিষেধাজ্ঞা ক্যামেরা- স্মার্টওয়াচেও
বর্তমান | ২৯ ডিসেম্বর ২০২৫
সন্দীপ স্বর্ণকার, নয়াদিল্লি: সংসদ চত্বরে পরা যাবে না স্মার্ট ওয়াচ। সাংসদদের জন্য এবার এল নয়া নির্দেশ। অধিবেশন শেষ হয়ে গিয়েছে গত শুক্রবার ১৯ ডিসেম্বর। ফের বসবে জানুয়ারির শেষে। বাজেট অধিবেশন। তারই মধ্যে গত ২৩ ডিসেম্বর সাংসদদের জন্য নয়া নির্দেশিকায় অনেকেই বিষ্মিত। লোকসভার বুলেটিনে বলা হয়েছে, আজকাল আধুনিক এমন অনেক ইলেকট্রনিক যন্ত্রপাতি পাওয়া যায়, যেগুলির অপব্যবহার হতে পারে। সাংসদের ব্যক্তিগত অধিকার, গোপনীয়তা নষ্ট হতে পারে। তাই ক্যামেরা লাগানো চশমা বা সানগ্লাস, স্মার্ট ওয়াচ, স্মার্ট পেন, ক্যামেরার মতো ‘ডিভাইস’ না নিয়েই সংসদ চত্বরে প্রবেশ বাঞ্চনীয়। নিরাপত্তার খাতিরে এ ব্যাপারে সাংসদদের সহযোগিতা করারও অনুরোধ করেছে লোকসভা সচিবালয়।
সংসদে ভিজিটর এমনকি সাংবাদিকদেরও লোকসভার দর্শক গ্যালারিতে স্মার্ট ওয়াচ পরে যাওয়ায় নিষেধাজ্ঞা। সাংবাদিকদের পেন, কাগজের নোটপ্যাড নিয়ে যাওয়ার অনুমতি আছে। কিন্তু দর্শকদের জন্য কিছুই নয়। মানিব্যাগ, ঘড়ি সবই রেখে ঢুকতে হয়। লুকিয়ে জুতোর মধ্যে স্মোক-ব্যোম নিয়ে দর্শক গ্যালারি থেকে লোকসভার কক্ষে ঝাঁপ দেওয়ার ঘটনার পর থেকে দর্শকদের জুতো পরীক্ষা শুরু করেছে সিআইএসএফ। কয়েকদিন আগে একজন দর্শক ক্যামেরা লাগানো চশমা পরে সংসদ দেখতে এসেছিলেন বলেই খবর। তবে তা ধরে ফেলে নিরাপত্তাকর্মীরা।
ওই ঘটনার পর থেকেই সতর্ক হয়ে গিয়েছে লোকসভার সচিবালয়। সাংসদদের কোনওরকম চেকিং হয় না। অথচ অনেক সাংসদই সানগ্লাস পরে আসেন। পরের স্মার্ট ওয়াচও। খোদ লোকসভার স্পিকার ওম বিড়লাই পরেন স্মার্ট ওয়াচ। প্রহ্লাদ যোশির মতো মন্ত্রীর হাতেও চাক্ষুস করা গিয়েছে দামি স্মার্ট ওয়াচ। আবার কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, তৃণমূলের একজন সাংসদকেও সম্প্রতি এক নামী কোম্পানির গ্লাস পরে সংসদে দেখা গিয়েছে। যে সানগ্লাসের দাম কমপক্ষে ৩০ হাজার টাকা। সানগ্লাসের দুই ডাঁটির সামনে লাগানো মিনি ক্যামেরা লেন্স। স্মার্টফোনের সঙ্গে তা লিঙ্ক করতে হয়। তারপর ডানদিকের ডাঁটির ওপরে একটি সুইচ টিপলেই ওঠে ছবি। তোলা যায় ভিডিও।
সংসদের অন্দরে কী হচ্ছে, তা একমাত্র ‘সংসদ টিভি’র মাধ্যমেই সম্প্রচার করা হয়। সেটিই বৈধ। বাকি কোনও সাংসদ যদি স্মার্টফোনে ছবি, ভিডিও তুলে তা প্রকাশ করেন, তা অনৈতিক বলেই ধার্য হয়। সম্প্রতি সভার অন্দরে বিরোধীদের প্রতিবাদ সহ বেশ ছবি, ভিডিও প্রকাশ্যে এসেছে। বিরোধীদের অভিযোগ, সভার অন্দরে তাঁদের সরকার বিরোধী বিক্ষোভের ছবি সংসদ টিভিতে দেখানোই হয় না। তাই তাঁরাও ঘুরপথে তা প্রকাশ করেন। তবে এবার কড়া হচ্ছে লোকসভার সচিবালয়। শীতকালীন অধিবেশন শেষ হয়ে গেলেও বাজেট অধিবেশন থেকে এ ব্যাপারে কড়াকড়ি হবে। সেই কারণেই জারি হল বুলেটিন। এখন দেখার কতজন সাংসদ, মন্ত্রী মানেন।