বছরের শেষ ‘মন কি বাত’-এ মোদির মুখে অপারেশন সিন্দুর, মহাকুম্ভ
বর্তমান | ২৯ ডিসেম্বর ২০২৫
নয়াদিল্লি: বছরের শেষ ‘মন কি বাত’ অনুষ্ঠান। সেখানে ২০২৫ সালে দেশের সাফল্যের খতিয়ান তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বেতার অনুষ্ঠানের ১২৯তম পর্বে তিনি জানিয়েছেন, এবছর ভারত একাধিক সাফল্য পেয়েছে। যা নিয়ে প্রত্যেক দেশবাসীর গর্ব করার উচিত। অপারেশন সিন্দুর থেকে বন্দেমাতরমের দেড়শো বছর উদযাপন, ভারতীয় পুরুষ ও মহিলা ক্রিকেট দলের সাফল্য, শুভাংশু শুক্লার আন্তর্জাতিক স্পেস স্টেশনে যাত্রার কথা বিশেষভাবে তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি আরও জানিয়েছেন, ২০২৫ সালেই আস্থা, সংস্কৃতি ও ঐতিহ্যের অভূতপূর্ব মেলবন্ধন তুলে ধরেছে ভারত। এপ্রসঙ্গে প্রয়াগরাজে মহাকুম্ভের প্রসঙ্গ টানেন তিনি। প্রধানমন্ত্রীর মতে, এই আয়োজন গোটা বিশ্বকে অবাক করে দিয়েছিল। অযোধ্যার রাম মন্দিরের ধ্বজা উত্তোলন দিয়ে আমরা বছর শেষ করছি। এদিন মন কি বাত অনুষ্ঠানে যৌবনেরও জয়গান গেয়েছেন মোদি। সেইসঙ্গে স্মরণ করেছেন স্বাধীনতা সংগ্রামী ওড়িশার পার্বতী গিরিকে। মাত্র ১৬ বছর বয়সে ভারত ছাড়ো আন্দোলনে যোগ দিয়েছিলেন তিনি। সামাজিক কাজকর্ম ও আদিবাদীদের উন্নয়নেই নিজের জীবন উৎসর্গ করেছিলেন পার্বতী দেবী। পাশাপাশি, ওষুধ সেবন নিয়েও সতর্ক করেছেন মোদি। জানিয়েছেন, চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক খাওয়া ঠিক নয়।