হারলেও কংগ্রেস হারিয়ে যাবে না, প্রতিষ্ঠা দিবসে বার্তা খাড়্গের
বর্তমান | ২৯ ডিসেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কংগ্রেস হেরে গেলেও হারিয়ে যায়নি। যাবেও না। কংগ্রেসই চালিয়ে যাবে মোদি সরকারের বিরুদ্ধে সংবিধান এবং গণতন্ত্র বাঁচানোর লড়াই। নতুন বছরে তা আরও জোরদার হবে। রবিবার দলের ১৪০ তম প্রতিষ্ঠা দিবসে এমনই মন্তব্য করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। দিল্লির কোটলা মার্গে দলের সদর স্থায়ী দপ্তর ‘ইন্দিরা ভবনে’ এদিন সকালে ছিল প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান। পতাকা উত্তোলন। ছিলেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, দিগ্বিজয় সিং, শশী থারুর, অধীররঞ্জন চৌধুরী, শচীন পাইলট প্রমুখ। যদিও দেখা যায়নি প্রিয়াঙ্কা গান্ধীকে। প্রায় প্রত্যেককে সাদা গান্ধী টুপিতে চাক্ষুস করা গেলেও তা ছিল না সোনিয়া-রাহুলের মাথায়।
শেষ হতে চলা ২০২৫ সালকে সংগঠন চাঙ্গা করার ওপর জোর দিয়েছিল কংগ্রেস। নেওয়া হয়েছিল, সংগঠন সৃজন অভিযান কর্মসূচি। তবে এখনও পর্যন্ত তা সম্পূর্ণ হয়নি। তাই এই বিষয়টিতে নতুন বছরে জোর দিতে হবে বলেই নির্দেশ দিয়েছেন খাড়্গে। দলকে উজ্জীবিত করতে বলেছেন, ভোটে হারলেও ভেঙে পড়ার কিছু নেই। কংগ্রেস কোনওদিনও শেষ হবে না।
২০২৫ সাল মহাত্মা গান্ধীর কংগ্রেস সভাপতি হওয়ার শতবর্ষ। কর্ণাটকের বেলগাঁও থেকে সভাপতি নির্বাচিত হয়েছিলেন। খাড়্গেও কর্ণাটকের মানুষ। তাই এ ব্যাপারে আবেগতাড়িত তিনি। বলেন, এটি সংবিধান গ্রহণের ৭৫ বছর পূর্তি। ‘বন্দে মাতরমে’র সার্ধ্বশতবর্ষ। একইভাবে ২০২৬ সালে দাদাভাই নওরোজির ২০১ তম জন্মবার্ষিকী। সরোজিনী নাইডুর কংগ্রেস সভানেত্রী হওয়ার শতবর্ষ এবং ‘ঝান্ডা উঁচা রেহে হামারা’ গানের ১০০ বছর পালিত হবে। এই গানটি প্রথম ১৯২৫ সালের ডিসেম্বর মাসে কানপুর কংগ্রেস অধিবেশনে গাওয়া হয়েছিল। ছবি: পিটিআই