• অঙ্কিতা হত্যাকাণ্ড: অভিনেত্রীর দেওয়া ভিডিয়োতে বিপাকে বিজেপি শিবির
    বর্তমান | ২৯ ডিসেম্বর ২০২৫
  • দেরাদুন: উত্তরাখণ্ডে রিসর্টের রিসেপশনিস্ট অঙ্কিতা ভাণ্ডারি হত্যাকাণ্ড নিয়ে ক্রমেই চাপ বাড়ছে বিজেপি উপর। নেপথ্যে অভিনেত্রী ঊর্মিলা সানাওয়ারের একাধিক ভিডিয়ো ও চাঞ্চল্যকর দাবি। শুধু রাজ্যই নয়, গেরুয়া শিবিরের সর্বভারতীয় নেতারাও গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন। জানা গিয়েছে, অঙ্কিতার মৃত্যুতে ইতিমধ্যেই বিজেপি নেতার নাম জড়িয়েছে। একের পর এক ভিডিও পোস্ট করে ঊর্মিলার দাবি, এই হত্যাকাণ্ডে বিজেপির শীর্ষ নেতারা যুক্ত রয়েছেন। যোগ রয়েছে ভিআইপিদেরও। বেশ কিছু ছবি ও কল রেকর্ডিংসও প্রকাশ করেছেন অভিনেত্রী। তাতেই আরও বিপাকে পড়েছে গেরুয়া শিবির। এই আবহে বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছি পদ্মপার্টির কেন্দ্রীয় নেতৃত্ব। 

    বিড়ম্বনা এড়াতে অভিনেত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপের পরিকল্পনা করছেন দলের জাতীয় সাধারণ সম্পাদক দুষ্যন্ত কুমার গৌতম। পাশাপাশি, এই ইশ্যু নিয়ে কংগ্রেসের উপর দায় ঠেলতেও তৎপর গেরুয়া শিবির। যদিও অভিনেত্রীর দাবিকে হাতিয়ার করে পালটা সুর চড়িয়েছে কংগ্রেস ও উত্তরাখণ্ড ক্রান্তি দল। সিবিআই তদন্তের দাবি জানিয়েছে তারা।
  • Link to this news (বর্তমান)