• ‘যাকে খুশি বল, কিছুই হবে না!’, ধর্ষণের পর তরুণীকে হুমকি বিজেপি নেত্রীর স্বামীর
    বর্তমান | ২৯ ডিসেম্বর ২০২৫
  • ভোপাল: গলায় ছুরি ধরে ধর্ষণ। পুলিশকে জানালে প্রাণে মারার হুমকি। মধ্যপ্রদেশের সাতনা জেলার এই ঘটনায় অভিযুক্ত এক বিজেপি নেত্রীর স্বামী। তাঁর দাপটে বিপন্ন নির্যাতিতা। অভিযোগ, বিজেপির এক কাউন্সিলারের স্বামী নির্যাতিতার উপর টানা ছ’মাস ধরে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়েছেন। লাভ হয়নি পুলিশকে জানিয়েও। সম্প্রতি অভিযুক্ত বিজেপি নেতার এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন নির্যাতিতা তরুণী। সেখানে জোর গলায় ক্ষমতার বড়াই করতে দেখা গিয়েছে অভিযুক্তকে। 

    অভিযুক্ত অশোক সিংয়ের স্ত্রী রামপুর বাঘেলান নগর পরিষদের বিজেপি কাউন্সিলর। মাস ছয় আগে নির্যাতিতার বাড়িতে জোর করে ঢোকেন অশোক। ছুরি দেখিয়ে তাঁকে ধর্ষণ করেন। মোবাইল ক্যামেরায় গোটা ঘটনা ভিডিয়ো করে রাখেন। কাউকে কিছু জানালে ওই ভিডিও ফাঁস করার হুমকিও দেয় অভিযুক্ত। শুধু তাই নয়, নির্যাতিতা ও তাঁর পরিবারকে চিরতরে খতম করার ভয়ও দেখানো হয়।  প্রথমে ভয়ে মুখ খোলেননি নির্যাতিতা। কিন্তু অশোকের প্রায়ই ওই তরুণীকে হেনস্তা করতেন। আর মাঝেমধ্যে তরুণীর দোকানে এসে শাসিয়ে যেতেন। গত ২০ ডিসেম্বরও তরুণীর শ্লীলতাহানি করেন অশোক। সহ্যের সীমা ছাড়ানোয় তরুণী পুলিশে অভিযোগ দায়েরের কথা জানান। তাতে বিন্দুমাত্র বিচলিত হননি অশোক। বরং বেপরোয়াভাবে বলেন, ‘যাকে খুশি বল, আমার কিছুই হবে না।’ তাঁর এই বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন নির্যাতিতা। একইসঙ্গে সাতনার পুলিশ সুপার হংসরাজ সিংয়ের কাছে লিখিতভাবে অশোকের বিরুদ্ধে অভিযোগ জানান। পুলিশ সুপার অভিযোগটি পাঠিয়ে দেন ডেপুটি পুলিশ সুপার মনোজ ত্রিবেদীর কাছে। নির্যাতিতার অভিযোগ, পাঁচদিন পেরিয়ে গেলেও পুলিশ কোনও পদক্ষেপ করেনি। তাঁর দাবি, অভিযুক্ত অশোক আরও অনেক অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত। যদিও পুলিশের দাবি, অভিযোগের সত্যতা যাচাইয়ের কাজ চলছে। এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। 
  • Link to this news (বর্তমান)