নয়াদিল্লি: উন্নাও ধর্ষণকাণ্ডে প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারকে জামিন দিয়েছে দিল্লি হাইকোর্ট। মামলায় তার সাজাও স্থগিত রাখা হয়েছে। তারপর থেকেই দেশজুড়ে তীব্র সমালোচনার ঝড়। রাজধানীতে ধর্না থেকে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছিলেন নির্যাতিতা ও তাঁর মা। এরইমাঝে শুক্রবার উচ্চ আদালতের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করে সিবিআই। আজ, সোমবার শীর্ষ আদালতে সিবিআইয়ের সেই মামলার শুনানি রয়েছে। প্রধান বিচারপতি সূর্য কান্তর নেতৃত্বাধীন তিন সদস্যের অবকাশকালীন বেঞ্চে মামলাটির শুনানি হবে। জানা গিয়েছে, আইনজীবী অঞ্জালে প্যাটেল ও পূজা শিল্পকরের একটি পৃথক আবেদনও শুনবে শীর্ষ আদালত। শনিবার দিল্লিতে সিবিআই আধিকারিকদের সঙ্গে দেখা করে যাবতীয় অভিযোগ জানিয়েছেন উন্নাওয়ের নির্যাতিতা ও তাঁর মা।