এবার উপমুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব রাজস্ব আধিকারিকরা
বর্তমান | ২৯ ডিসেম্বর ২০২৫
পাটনা: বিতর্ক যেন বিহারের উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহার পিছু ছাড়তেই চাইছে না। সম্প্রতি এক বিচারককে নিয়ে আপত্তিকর মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন। এবার খারাপ আচরণের অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন রাজস্ব বিভাগের আধিকারিকরা। মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে এবিষয়ে চিঠিও দিয়েছে বিহার রেভিনিউ সার্ভিস অ্যাসোসিয়েশন। তাঁদের দাবি, উপমুখ্যমন্ত্রী তথা রাজস্বমন্ত্রীর ব্যবহার ঠিক করতে হবে। পরিস্থিতি স্বাভাবিক না হলে ভবিষ্যতে কর্মসূচি বয়কটের কথাও বলা হয়েছে।
চিঠিতে আধিকারিকদের দাবি, ‘জনতা দরবারে উপমুখ্যমন্ত্রীর মুখের ভাষা ও আচরণ রাজস্ব বিভাগের আধিকারিকদের মর্যাদা নষ্ট করেছে। আমরা প্রকাশ্যে উপহাসের বিষয় হয়ে উঠেছি।’ বক্তব্যের সপক্ষে সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ার একাধিক ভিডিয়োর কথা উল্লেখ করা হয়েছে। কয়েকটি ভিডিয়োতে প্রকাশ্যে আধিকারিকদের সাসপেন্ড করার হুমকি দিচ্ছেন প্রবীণ বিজেপি নেতা। আর এক জায়গায় তিনি বলছেন, ‘জনতার সামনেই আমার প্রশ্নের জবাব দিন।’ এহেন ব্যবহারে ক্ষুব্ধ আধিকারিকরা। চিঠিতে তাঁদের অভিযোগ, ‘কোনও গণতান্ত্রিক ব্যবস্থায় কোর্ট মার্শালের মতো এমন শুনানি হয় না। প্রশাসনিক প্রক্রিয়া যেন নাটক হয়ে উঠেছে। আধিকারিকদের প্রকাশ্যে অপমান করে পূর্বতন মন্ত্রী ও বিভাগীয় প্রধানদের অবদানকে অস্বীকার করছেন উপমুখ্যমন্ত্রী। মনে হচ্ছে যেন আগে কোনও কাজই করেনি। যাবতীয় দায়িত্বভার শুধুমাত্র উপমুখ্যমন্ত্রীর ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। তৎক্ষণাৎ বিচারের এই সংস্কৃতি স্বৈরাচারী মনোভাবের পরিচয়। গণতন্ত্রের নয়।’
লাগাতার বিতর্কের মুখে পড়েও অনুতপ্ত নন বিহারের উপমুখ্যমন্ত্রী। তাঁর সাফ বক্তব্য, ‘আমার উপর কেউ চাপ সৃষ্টি করতে পারবে না। যতদিন শীর্ষে থাকব, মানুষের জন্য কাজ করে যাব।’ চিঠি নিয়ে তাঁর মন্তব্য, ‘খবরের শিরোনামে থাকার জন্য ল্যান্ড রিফর্মস পাবলিক ওয়েলফেয়ার ডায়ালগ শুরু করা হয়নি। মানুষের প্রকৃত সমস্যা শুনে তা সামাধানের জন্যেই এই পদক্ষেপ।’