গোপনে মোবাইল ব্যবহার স্ত্রীর, খুন করে মাটিতে দেহ পুঁতল স্বামী
বর্তমান | ২৯ ডিসেম্বর ২০২৫
লখনউ: ঠিক যেন ‘দৃশ্যম’ ছবির প্লট। তবে মেয়েকে বাঁচাতে বাবার কঠোর সিদ্ধান্ত নয়। গোপনে মোবাইল ব্যবহার করছে সন্দেহে স্ত্রীকে খুন করে বাড়ির পিছনে পুঁতে দিল ব্যক্তি। উত্তরপ্রদেশের গোরক্ষপুরের ঘটনা। জানা গিয়েছে, মৃতের নাম খুশবু। অভিযুক্ত অর্জুনের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল দু’বছর আগে। কোনও সন্তান ছিল না তাঁদের। পেশায় পরিযায়ী শ্রমিক অর্জুন গত ২১ ডিসেম্বর ফিরে আসে লুধিয়ানা থেকে। দেখে তার স্ত্রী মোবাইল ব্যবহার করছেন। অভিযোগ, খুশবু মোবাইলটি লুকিয়ে রাখতেন। তা নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। ক্রমে তা তুমুল ঝগড়ার আকার নেয়। রাগের মাথায় স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করে অর্জুন। দেহটি রাখে একটি ফোল্ডিং বিছানার মধ্যে। এরপর বাড়ির পিছনে প্রায় ছ’ফুট গভীর গর্ত খুঁড়ে বিছানা শুদ্ধু খুশবুর দেহ পুঁতে দেয় সে। এই ঘটনার পর অর্জুন বাড়িতে জানায় খুশবু কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে চলে গিয়েছেন।