নয়াদিল্লি: ট্রাম্পের শুল্ক নীতির জেরে জোর ধাক্কা খেয়েছে আন্তর্জাতিক বাণিজ্য। ভারতীয় পণ্যের উপরও চড়া হারে শুল্ক চাপিয়েছে আমেরিকা। এই পরিস্থিতিতে খাদ্য রপ্তানি বৃদ্ধি ও পরিষেবা ক্ষেত্রে দেশকে ‘গ্লোবাল জায়ান্ট’ করে তোলার উপরে জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেইসঙ্গে উৎপাদনকে উৎসাহিত করার কথাও বলেছেন তিনি। রবিবার পশ্চিমবঙ্গ সহ দেশের সব রাজ্যের মুখ্যসচিবদের সম্মেলনের শেষ দিনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। সেখানে দেশকে আত্মনির্ভর করে তোলা, বিকশিত ভারতের স্বপ্নপূরণ ও দরিদ্রদের ক্ষমতায়নের লক্ষ্যে কীভাবে যৌথভাবে কাজ করা যায়, সেবিষয়ে নিজের অভিমত তুলে ধরেছেন তিনি। সোশ্যাল মিডিয়া পোস্টে একথা জানিয়েছেন মোদি।
এবারের সম্মেলনের বিষয়বস্তু ছিল ‘হিউম্যান ক্যাপিটাল ফর বিকশিত ভারত’। রাজ্যগুলিকে ব্যবসা করার পথ আরও সুগম করে তোলা (ইজ অব ডুয়িং বিজনেস), উৎপাদনে উৎসাহ জোগানো ও সেইসঙ্গে পরিষেবা ক্ষেত্রকে মজবুত করে তোলার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে পরিষেবা ক্ষেত্রে সারা বিশ্বে ভারতকে অন্যতম সেরা শক্তি করে তোলার লক্ষ্য সামনে রাখার কথাও বলেছেন তিনি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, সারা বিশ্বের খাদ্যের ভাণ্ডার হয়ে ওঠার ক্ষমতা রয়েছে ভারতের। এজন্য উচ্চমূল্যের ফসল, দুগ্ধজাত পণ্য উৎপাদন, পশুপালন ও মাছের চাষের দিকে ঝুঁকতে হবে। এভাবে ভারত কৃষিপণ্যের বৃহৎ রপ্তানিকারী দেশ হয়ে উঠতে পারে।