• শিবপুর ফেরিঘাটে আবর্জনা জমে পাহাড়, দুর্গন্ধে অতিষ্ঠ বাসিন্দারা
    বর্তমান | ২৯ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: পুজোর সামগ্রী থেকে শুরু করে নানা ধরনের প্লাস্টিক বর্জ্যে কার্যত ঢেকে গিয়েছে গঙ্গার পাশের রাস্তা। নদীর ঘাটে বিসর্জন করতে আসা পুণ্যার্থীদের একাংশের অসচেতনতায় ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে দূষণ। শিবপুর ফেরিঘাটের পাশে গঙ্গার ধারে গেলেই সেই করুণ চিত্র চোখে পড়বে। আবর্জনার স্তুপে জমছে ফুল, পুজোর অবশিষ্ট সামগ্রী ও প্লাস্টিক। নোংরা জমতে জমতে পরিস্থিতি চরমে।

    শিবপুর ফেরিঘাটের পাশেই রয়েছে একটি ভ্যাট। সেখান থেকে আবর্জনা গড়িয়ে এসে প্রায় রাস্তার মাঝামাঝি পৌঁছে গিয়েছে। নিয়মিত পরিষ্কার না হওয়ায় ভ্যাট থেকে নোংরা রাস্তায় ছড়িয়ে পড়ছে। 

    এই রাস্তা একদিকে ফরশোর রোডের সঙ্গে যুক্ত, অন্যদিকে সরাসরি বার্নিং ঘাটে গিয়েছে। ফলে নিত্যদিন এই পথ ব্যবহার করতে গিয়ে দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। তাঁদের অভিযোগ, ভ্যাট পরিষ্কার নিয়ে পুরসভায় বারবার জানানো হলেও সপ্তাহে দু’-তিন দিনের বেশি সাফাই হয় না। কোনও কোনও দিন তা একেবারেই হয় না। ফলে আবর্জনার স্তূপ মাড়িয়ে পুণ্যার্থীদের ঘাটে যাতায়াত করতে হচ্ছে। শনিবার বহুদিন পরে পুরসভার তরফে জেসিবি মেশিন এনে আবর্জনার কিছু অংশ সরানো হয়। তবে স্থানীয়দের দাবি, কয়েক কেজি নোংরা সরালেও দূষণের চিত্রে কোনও পরিবর্তন আসেনি।

    এদিকে নদীর একেবারে ধারে এমন দূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশপ্রেমীরাও। তাঁদের বক্তব্য, হাওড়া শহরের প্রায় প্রতিটি ঘাটের অবস্থা একই। জৈব বর্জ্যের সঙ্গে লাগাতার জমছে প্লাস্টিক, অথচ প্রশাসনের কার্যকর নজরদারি নেই। উত্তর হাওড়ার অবস্থা আরও ভয়াবহ। সেখানে সম্প্রতি তুলো বোঝাই বড়ো বড়ো বস্তা ভাসতে দেখা গিয়েছে গঙ্গার জলে। 

    শিবপুর ফেরিঘাট সংলগ্ন ব্যবসায়ীদের অভিযোগ, প্রতিমা বিসর্জনের পর যাবতীয় সামগ্রী এখানেই ফেলে দিয়ে যাচ্ছেন অনেকে। সঙ্গে রয়েছে প্রকাশ্যে মূত্রত্যাগের মতো ঘটনাও। সব মিলিয়ে পরিস্থিতি দুঃসহ। যদিও হাওড়া পুরসভার দাবি, ভ্যাটের নোংরা নদীতে মিশছে না। নিয়মিত পরিষ্কারও করা হচ্ছে। কিন্তু বাস্তব চিত্র যে সম্পূর্ণ ভিন্ন, তা এলাকায় পা রাখলেই স্পষ্ট।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)