নিজস্ব প্রতিনিধি, হাওড়া: শুখা মরশুম, কনকনে শীতেও বিভিন্ন গলিপথে উপচে পড়ছে নর্দমার জল। নোংরা জল মাড়িয়েই যাতায়াত করতে হচ্ছে সকলকে। এমনই ছবি বেলুড় স্টেশন রোড সংলগ্ন মান্নাপাড়া এলাকায়। বাসিন্দাদের অভিযোগ, কয়েকমাসে প্রায়দিনই এমন পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে তাঁদের। পুরসভার তরফে মাঝেমধ্যে নর্দমা পরিষ্কারের কাজ হয়। কিন্তু কয়েকদিনের মধ্যেই ফের বেহাল হয়ে পড়ে নিকাশি। রবিবার সকালে বেলুড় স্টেশন রোডের সরস্বতী ব্যায়াম সমিতির সামনে পথ অবরোধ করেন বাসিন্দারা। নিকাশি সংস্কারের দাবিতে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান তাঁরা। পরে পুরসভার তরফে নিকাশি নালা পরিষ্কার করা হলে জমা জলের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।
বেলুড় স্টেশন রোডে জমা জলের সমস্যা দীর্ঘদিনের। বর্ষাকাল এলেই ঘুম ছোটে স্টেশন রোড সংলগ্ন খামারপাড়ার একটি বড় অংশ, মান্নাপাড়া, বি বি ঘোষ লেন, ঠাকুরের রামকৃষ্ণ লেন, বিধানপল্লির বাসিন্দাদের। এই সমস্ত এলাকার জল বেলুড় স্টেশন রোডের আন্ডারগ্রাউন্ড নিকাশি হয়ে সরাসরি গঙ্গায় গিয়ে পড়ে। বর্ষা চলে গেলেও খটখটে মরশুমে একই জল যন্ত্রণা থেকে যায় একাধিক এলাকায়। তার অন্যতম কারণ বেহাল নিকাশি ব্যবস্থা। পুজোর আগে হাই প্রেশার সাকশন কাম জেটিং মেশিন নিয়ে এসে বেলুড় স্টেশন রোডের ম্যানহোলগুলো খুলে ভূগর্ভস্থ নিকাশির কাজ করে বালি পুরসভা। কিন্তু জমা জলের সমস্যা কিছুতেই দূর হচ্ছে না বলে অভিযোগ। কনকনে শীতে বর্তমানে মান্নাপাড়া এলাকার অলিগলি নিকাশির জলে ডুবে রয়েছে। সেই জলের উপরেই ইট পেতে কোনওরকমে যাতায়াত করছেন বাসিন্দারা। অনেকের আবার বাড়ির উঠোনেও নিকাশের জল থই থই করছে। এদিন রাস্তা অবরোধ করে বাসিন্দারা বলেন, অক্টোবর থেকে জল জমা নিয়ে অভিযোগ করে আসছি আমরা। মাঝেমধ্যে পুরসভার লোক আসে। শুধু ড্রেনের উপরের অংশের নোংরা পরিষ্কার করে তারা চলে যায়। পলি পরিষ্কারের কাজ আর হয় না।
বিক্ষোভ চলাকালে যান পুরসভার আধিকারিক ও ইঞ্জিনিয়াররা। মূল বেহাল নিকাশি নালাটি পরিষ্কারের কাজ শুরু হয়। বালি পুরসভার মুখ্য প্রশাসক ডাঃ রানা চট্টোপাধ্যায় বলেন, ‘এই এলাকার নিকাশির আউটলেট সরাসরি গঙ্গার সঙ্গে যুক্ত। জোয়ার ভাটার কারণে পলি জমার একটা সমস্যা রয়েছে। তবে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে যাবে।’ এদিকে জমা জলের কারণে সবথেকে বেশি সমস্যায় পড়ছেন প্রবীণ বাসিন্দারা। প্রায়দিন ইটের উপর দিয়ে চলাচল করতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে চোট পাচ্ছেন অনেকে। জলযন্ত্রণা থেকে দ্রুত নিষ্কৃতির দাবি উঠেছে। নিজস্ব চিত্র