মোবাইল কেড়ে ওটিপি নিয়ে ১ লক্ষ ৩০ হাজার টাকা হাতানোর অভিযোগ
বর্তমান | ২৯ ডিসেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রথমে মারধর করে মোবাইল কেড়ে নেওয়া হয়। তারপর ওটিপি জেনে নিয়ে এক লক্ষ তিরিশ হাজার টাকা তুলে নেওয়ার অভিযোগ। ঘটনাটি ঘটেছে আনন্দপুর থানা এলাকায়। ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়া টাকার সূত্র ধরে রোশন রাই নামে এক যুবককে রবিবার ভোরে গ্রেফতার করেছে থানা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি চলতি বছরের এপ্রিল মাসের। একটি অ্যাপের মাধ্যমে দুই যুবকের সঙ্গে পরিচয় হয় অভিযোগকারীর। পরিচয় জমে ওঠার পর তাঁকে আনন্দপুর থানা এলাকায় আসতে বলেন অভিযুক্তরা। তাঁদের কথামতো তিনি রাত নটা নাগাদ হাজির হন। অভিযোগকারীর সঙ্গে আসেন তাঁর এক বন্ধুও। যে জায়গায় তাঁরা অপেক্ষা করছিলেন, সেখানে অন্ধকার ছিল। অভিযুক্তরা ফোন করে জেনে নেন অভিযোগকারী কোথায় রয়েছেন। সেইমতো তাঁরা সেখানে বাইক নিয়ে পৌঁছন। ওই যুবকের দাবি, ফাঁকা জায়গায় তাঁকে মারধর করে মোবাইল কেড়ে নেন দু’জন। এরপর ওই মোবাইল থেকে একলক্ষ তিরিশ হাজার টাকা ট্রান্সফার করতে বাধ্য করেন। পরে তিনি আনন্দপুর থানায় এসে অভিযোগ করলে পুলিশ তোলাবাজির মামলা রুজু করে। যে অ্যাকাউন্টগুলিতে ওই টাকা ঢুকেছে, তদন্তে নেমে পুলিশ সেগুলি চিহ্নিত করে। দেখা যায়, রোশন রাই নামে একজনের অ্যাকাউন্টে ৮০ হাজার টাকা ঢুকেছে। অন্য একজনের অ্যাকাউন্টে বাকিটা গিয়েছে। পুলিশ তদন্তে নেমে জানতে পারে রোশন পেশায় অ্যাপবাইক চালক। ঘটনার পর থেকেই তিনি বেপাত্তা হয়ে যান। পরে তদন্তকারী অফিসারের কাছে খবর আসে যে, রোশন রোজ ভোরবেলা বাড়ি আসছেন। সেইমতো রবিবার সকালে বাড়ি থেকে ধরা হয় অভিযুক্তকে। পলাতক অন্য এক অভিযুক্তের খোঁজ চলছে। ধৃতকে জেরা করে তদন্তকারীরা জেনেছেন, বহুদিন ধরেই তাঁরা এই কাজ করছেন। চক্রে আর কারা রয়েছেন, ধৃতকে জেরা করে তা জানার চেষ্টা চলছে।