নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যা করতে গিয়েছিলেন এক যুবক। তাঁকে প্রাণে বাঁচাল কলকাতা লেদার কমপ্লেক্স থানার (কেএলসি) পুলিশ। সিলিং থেকে ঝুলে পড়ার আগেই বুবাই ঘোষ (২২) নামে ওই যুবক উদ্ধার করা হয়। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ঘটনাটি ঘটেছে কেএলসি থানা এলাকার হাটগাছিতে। পুলিশের এই ভূমিকায় খুশি বুবাইয়ের পরিবারের সদস্যরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ থানায় ফোন করে এক ব্যক্তি জানান, এক যুবক আত্মহত্যা করতে যাচ্ছেন। ওই যুবকের নাম বুবাই ঘোষ বলে জানানো হয়। কিন্তু তাঁর ঠিকানা দেওয়া হয়নি। সঙ্গে সঙ্গেই কেএলসি থানার ওসি দীপঙ্কর বিশ্বাস দুই অফিসারকে ওই বাড়িটি খুঁজতে পাঠান। স্থানীয়দের সঙ্গে নিয়ে ওই যুবকের বাড়ি চিহ্নিত করেন অফিসাররা। সেখানে পৌঁছে তাঁরা ওই যুবকের বাবা-মার কাছে জানতে চান, ছেলে বুবাই কোথায়। কিন্তু তাঁরা কোনও তথ্য দিতে পারেননি। এরপর বাড়ির দু’তলায় ছেলের ঘর পৌঁছে অফিসাররা দেখেন, সেটি ভিতর থেকে বন্ধ। অনেক ডাকাডাকির পরেও সাড়াশব্দ না আসায় দরজা ভেঙে ভিতরে ঢোকে কেএলসি থানার পুলিশ। সেখানে ঢুকে অফিসাররা দেখেন, সিলিংয়ে ওড়না লাগিয়ে ঝুলতে যাচ্ছেন বুবাই। এরপরই দ্রুত তাঁকে উদ্ধার করা হয়। বুবাইয়ের সঙ্গে কথা বলে পুলিশ জেনেছে, স্ত্রীর সঙ্গে সাংসারিক অশান্তি চলছিল। প্রায়ই গোলমাল হতো। স্ত্রী তিন মাস আগে পাঁচ মাসের সন্তানকে নিয়ে বাপের বাড়ি চলে যান। তারপর থেকেই বুবাই অবসাদে ভুগতে শুরু করেন। সেখান থেকেই আত্মহত্যার সিদ্ধান্ত নেন বলে পুলিশকে ওই যুবক জানিয়েছেন। তবে থানায় ফোন কে করেছিলেন, সেটা এখনও পরিষ্কার নয়।