গেস্ট হাউসে যুবতীকে ছুরি দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা, আটক এক
বর্তমান | ২৯ ডিসেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গলায় ছুরি দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা হল এক মহিলাকে। রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে মুচিপাড়া থানা এলাকার কোলে মার্কেটের একটি গেস্ট হাউসে। বৈশাখী দাস (৩৮) নামে ওই মহিলা গলায় একাধিক আঘাত নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় অভিযুক্ত এক যুবককে আটক করেছে থানা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার মালিদাহ এলাকার বাসিন্দা বৈশাখী দাস শনিবার বিকেলে এই গেস্ট হাউসে এসে ওঠেন। তাঁর সঙ্গে এসেছিলেন দক্ষিণ ভারতীয় এক যুবক। ভুয়ো নথি জমা দিয়ে গেস্ট হাউসে দোতলার একটি ঘর ভাড়া নেন তাঁরা। শনিবার রাতে স্থানীয় একটি দোকান থেকে খাবার কিনে নিয়ে যান ওই অভিযুক্ত যুবক। এরপর রবিবার সকালে কেউ ঘর থেকে বের হননি। এদিন বিকেল ৫টা নাগাদ গেস্ট হাউসের ঘর থেকে চিৎকার শুনে উপরে যান সেখানকার কর্মীরা। তাঁরা গিয়ে দেখেন, গলায় একাধিক আঘাত নিয়ে পড়ে আছেন ওই মহিলা। রক্তে ভেসে যাচ্ছে ঘর। ওই যুবক সেখান থেকে গা ঢাকা দেওয়ার চেষ্টা করলে তাঁকে আটক করেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় মুচিপাড়া থানায়। পুলিশ এসে ওই যুবতীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ট্যাক্সি করে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তিনি চিকিৎসাধীন।
তদন্তে নেমে পুলিশ জেনেছে, তরুণীর সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল যুবকের। অভিযুক্ত তাঁকে গেষ্ট হাউসে আসতে বলেন। সেইমতো তরুণী সেখানে এসেছিলেন। পুলিশকে ওই তরুণী জানিয়েছেন, এদিন দুপুরে দু’জনের মধ্যে ঝামেলা হয়। তারপরই ওই যুবক বৈশাখীকে ছুরি দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা করেন বলে অভিযোগ। এর সঙ্গে টাকাপয়সা সংক্রান্ত বিষয়ও জড়িত রয়েছে বলে তদন্তকারীরা জেনেছেন। নিজস্ব চিত্র