জেলা বইমেলা থেকে বই কিনতেই হবে, নয়া নির্দেশ সরকারি গ্রন্থাগারগুলিকে
বর্তমান | ২৯ ডিসেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গ্রন্থাগার দপ্তরের উদ্যোগে জেলা ভিত্তিক বইমেলা ইতিমধ্যে শুরু হয়েছে। জেলা বইমেলার স্টল থেকে সরকারি লাইব্রেরির জন্য বই কেনার নির্দিষ্ট গাইডলাইন ঠিক করে দিয়েছে গ্রন্থাগার দপ্তর। জেলা বইমেলা থেকে সরকারি গ্রন্থাগারগুলির বই কেনা যে বাধ্যতামূলক সেটাও জানিয়ে দেওয়া হয়েছে। গ্রামীণ গ্রন্থাগারগুলিকে অন্তত ১৮ হাজার টাকার বই কিনতে হবে। মহকুমা গ্রন্থাগারগুলিকে অন্তত ২৫ হাজার টাকা ও জেলা গ্রন্থাগারগুলিকে ন্যূনতম ৪৫ হাজার টাকার বই কিনতে নির্দেশ দিয়েছে গ্রন্থাগার দপ্তর। কি ধরনের বই গ্রন্থাগারগুলিকে কিনতে হবে সেটাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। বিভিন্ন বিষয়ের রেফারেন্স ও বৃত্তি সহায়ক বই বিভিন্ন স্টল থেকে কেনার উপর প্রাধান্য দিতে বলা হয়েছে।
সরকারি অর্থে চলা গ্রন্থাগারগুলিতে বই কেনার জন্য টাকা দেওয়ার ফলে সেগুলি সমৃদ্ধ হবে। তবে সাধারণ পাঠকের আকর্ষণ বাড়ানোর জন্য আরও ব্যবস্থা নেওয়া দরকার বলে মনে করেন জনসাধারণের গ্রন্থাগার ও কর্মী কল্যাণ সমিতির আহ্বায়ক মনোজ চক্রবর্তী। বিশেষ করে প্রায় আড়াই হাজার সরকারি গ্রন্থাগারে কর্মীর অভাব রয়েছে। এর জন্য অনেক গ্রন্থাগার নিয়মিত খোলা সম্ভব হয়নি। সম্প্রতি কিছু কর্মী নিয়োগ হলেও এখনও বহু শূন্যপদ আছে।
জেলা ভিত্তিক বইমেলাগুলি নভেম্বর থেকে শুরু হয়েছে। সব জেলাতে জানুয়ারির ২১ তারিখের মধ্যে মেলা শেষ করতে বলা হয়েছে। বইমেলাগুলি চালানোর জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে গ্রন্থাগার দপ্তর। বইমেলাতে কোনও বিচ্ছিন্নতাবাদী সংগঠনের বই বিক্রি বা বিতরণ করা যাবে না। ধর্মনিরপেক্ষতা ও দেশ বিরোধী কোনও বই বিক্রি করা যাবে না। বইমেলার স্টলের আয়তন, ভাড়া, দপ্তর ঠিক করে দিয়েছে। এই বছর সব জেলা বইমেলার থিম— ‘ভাষার ঐতিহ্য রক্ষা আমাদের অঙ্গীকার।’