রাজাবাজার খুনের নেপথ্যে ‘পরকীয়া’! ঝাড়খণ্ড থেকে গ্রেফতার অভিযুক্ত
বর্তমান | ২৯ ডিসেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই খুন। রাজাবাজারে ফল ব্যবসায়ীকে খুনের নেপথ্যে নয়া তথ্য পেল আমহার্স্ট স্ট্রিট থানার পুলিশ। খুনে অভিযুক্ত মহম্মদ মুসলিম ওরফে মুসলিম আনসারিকে রবিবার সকালে ঝাড়খণ্ডের গিরিডি থেকে গ্রেফতার করে আমহার্স্ট স্ট্রিট থানার পুলিশ। ধৃতকে জেরা করেই স্পষ্ট হয় খুনের কারণ। এদিনই ধৃতকে গিরিডি সিজেএম আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডের আবেদন জানান তদন্তকারীরা। আইনি প্রক্রিয়া শেষে ধৃত মুসলিম আনসারিকে কলকাতায় নিয়ে আসা হাচ্ছে পুলিশ সূত্রে জানানো হয়েছে।
একসপ্তাহের মাথায় রাজাবাজার খুন কাণ্ডের কিনারা করল পুলিশ। গত ২২ ডিসেম্বর সকালে রাজাবাজার ক্রসিংয়ের কাছে কে সি সেন স্ট্রিটের সামনে মেহবুব আলম নামে ৪১ বছর বয়সি এক ব্যক্তিকে কুপিয়ে খুন করা হয়। এই ঘটনায় নিহতের স্ত্রী জাহিদা খাতুনের অভিযোগের ভিত্তিতে মামলা শুরু করে পুলিশ। পুলিশ আগেই ঘটনাস্থল থেকে খুনে ব্যবহৃত রক্তমাখা ছুরিটি বাজেয়াপ্ত করেছিল। তদন্তে উঠে আসে, গত সোমবার মেহবুব আলমকে কুপিয়ে খুন করার পর অভিযুক্ত একটি স্কুটি নিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, মেহবুবের সঙ্গে মুসলিম আনসারির স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। প্রায় বছর দেড়েক ধরে সেই সম্পর্ক চলছিল। সম্প্রতি স্ত্রীর মোবাইলে আসা একটি মেসেজ দেখে ফেলে মুসলিম। তাতেই স্পষ্ট হয় স্ত্রী ও মেহবুব পরকীয়া সম্পর্কে লিপ্ত। সেই আক্রোশ থেকেই স্ত্রীর প্রেমিককে খুনের পরিকল্পনা করা হয়।
তদন্তকারীরা জানতে পারেন, ঝাড়খণ্ডে আত্মগোপন করেছে অভিযুক্ত। সেইমতো এদিন সকাল পৌনে ১০টা নাগাদ ঝাড়খণ্ডের বীরনি থানা এলাকা থেকে ৪৪ বছর বয়সি মুসলিম আনসারিকে গ্রেফতার করে পুলিশ। তল্লাশি চালিয়ে তার দেশের বাড়ি কাপিলো গ্রাম থেকে অপরাধে ব্যবহৃত কালো রঙের স্কুটিটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ।