• তোলা না পেয়ে খুনের হুমকি? অভিযোগের তির চন্দনেশ্বর গ্রাম পঞ্চায়তের উপপ্রধানের দিকে
    এই সময় | ২৯ ডিসেম্বর ২০২৫
  • এই সময়, ভাঙড়: আটা মিল তৈরি করার জন্য জমি কিনেছিলেন কলকাতার এক ব্যবসায়ী। অভিযোগ, সেই জমিতে বাউন্ডারি পাঁচিল দিতে গেলে বাধা দেন দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়–১ ব্লকের চন্দনেশ্বর–২ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান আলাউদ্দিন মোল্লা। দলবল নিয়ে তিনি মোটা টাকা দাবি করেন বলে অভিযোগ। কিছু টাকা দেওয়ার পরেও পুরো টাকার দাবিতে তাঁকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ওই ব্যবসায়ীর। বিষয়টি নিয়ে মাধবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন কলকাতার তপসিয়ার ব্যবসায়ী শাহিদ হোসেন।

    তিনি পঞ্চায়েত উপপ্রধানকে টাকা দিয়েছেন এমন একটি ভিডিয়ো ভাইরাল হওয়ায় বিতর্ক বেড়েছে। (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এই সময়)। যদিও বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্ত উপপ্রধান। সমাজমাধ্যমে ভাইরাল ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি ঘরের ভিতরে সোফায় বসে রয়েছেন উপপ্রধান আলাউদ্দিন মোল্লা। তাঁর পাশেই বসে রয়েছেন তপসিয়ার ব্যবসায়ী শাহিদ হোসেন। ভিডিয়োতে দেখা যাচ্ছে ব্যবসায়ী কালো রঙের একটি ব্যাগ থেকে টাকার বান্ডিল বের করে উপপ্রধানের হাতে তুলে দিলেন এবং উপপ্রধান সেই টাকা নিজের পাঞ্জাবির পকেটে ঢুকিয়ে নিচ্ছেন।

    সূত্রের খবর, শাহিদ মাধবপুর থানার কাশিয়াডাঙা এলাকায় প্রায় পঞ্চাশ কাঠা জমি কিনে সেখানে একটি আটা মিল তৈরির কাজ শুরু করেছেন কয়েক মাস আগে। অভিযোগ, জমিতে পাঁচিল ও শেড নির্মাণের সময়ে উপপ্রধান আলাউদ্দিন মোল্লা, তাঁর ছেলে ও কয়েক জন অনুগামীদের নিয়ে ব্যবসায়ীকে হুমকি দেন এবং সাত লক্ষ টাকা দাবি করেন। ১০ মে দু'লক্ষ টাকা এবং ১৭ মে আরও তিন লক্ষ টাকা দিতে বাধ্য হন ওই ব্যবসায়ী। ১৮ জুন ফের কাজ শুরু হতেই আবার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। পুরো টাকা না দিলে বোমা মেরে পাঁচিল ও নির্মাণ কাজ ভেঙে দেওয়ার হুমকি দেওয়া হয়। পরিস্থিতির জেরে শ্রমিকরা কাজ ছেড়ে পালিয়ে যান। প্রথমদিকে পুলিশ অভিযোগ গ্রহণ না করায় ইমেলে কয়েকদিন আগে ফের থানায় অভিযোগ করেন শাহিদ।

    অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক শওকত মোল্লার ঘনিষ্ঠ উপপ্রধান আলাউদ্দিন। তাঁর দাবি, 'আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। ওই কারখানা তৈরির কাজে আমার এলাকার শ্রমিকরা কাজ করছিলেন। কিন্তু তাঁদের মজুরি ঠিকমতো দেওয়া হচ্ছিল না। শ্রমিকদের প্রাপ্য পাওনার জন্য চাপ দেওয়ায় ওই ব্যবসায়ী টাকা দেন। আমাকে ফাঁসাতেই এখন এই অভিযোগ তোলা হয়েছে।' ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা বলেন, 'বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।'

  • Link to this news (এই সময়)