• Breaking News LIVE: বাংলায় আসছেন অমিত শাহ, রয়েছে ঠাসা কর্মসূচি
    এই সময় | ২৯ ডিসেম্বর ২০২৫
  • বাংলায় আসছেন অমিত শাহ। সোমবার সকালে কলকাতা বিমানবন্দরে নামবেন তিনি। তিন সফরে ঠাসা কর্মসূচি রয়েছে তাঁর। যোগ দেবেন একাধিক জনসভায়। দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বৈঠকও করবেন।

    দাউদাউ করে জ্বলছে টাটানগর-এর্নাকুলাম এক্সপ্রেসের দু’টি কামরা। সোমবার সকালে আচমকাই আগুন লেগে যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে। কামরায় ১৫৮ জন যাত্রী রয়েছেন বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত আগুনে ঝলসে এক যাত্রীর মৃত্যু হয়েছে বলে খবর।

    বছরের শেষ লগ্নে ঝোড়ো ইনিংস খেলছে শীত। ঠান্ডায় জুবুথুবু গোটা বাংলা। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, সোমবার আকাশ পরিস্কার থাকবে। সকালে হালকা কুয়াশা রয়েছে। তবে বেলা গড়ালেই ঝকঝকে রোদ উঠবে। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের।

  • Link to this news (এই সময়)