• রাজ্যে অমিত শাহ, সুপ্রিম কোর্টে আরাবল্লী নিয়ে শুনানি, নিউ টাউনে দুর্গাঙ্গনের শিলান্যাসে মুখ্যমন্ত্রী, দিনভর আর কী খবরে নজর?
    এই সময় | ২৯ ডিসেম্বর ২০২৫
  • এ বার বাংলা সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ সূত্রের খবর, এই সফরেই ২০২৬ সালের নির্বাচনের রণকৌশল ঠিক করতে পারেন তিনি ৷ আজ তিন দিনের রাজ্য সফরে কলকাতায় পৌঁছনোর কথা রয়েছে তাঁর ৷ রয়েছে ঠাসা কর্মসূচিও ৷ 

    উত্তর ও পশ্চিম ভারতের ফুসফুস আরাবল্লী পর্বতমালা নিয়ে বিতর্ক চলছে। এই আবহে এ বার স্বতঃপ্রণোদিত মামলা করল সুপ্রিম কোর্ট। আজ, প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে মামলাটির শুনানি হবে বলে জানা গিয়েছে।

    আজ, সোমবার শিলান্যাস হতে চলেছে নিউ টাউনে মুখ্যমন্ত্রীর প্রস্তাবিত দুর্গাঙ্গনের। এই দুর্গাঙ্গনের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পরেই শুরু হয়ে যাবে দুর্গাঙ্গন তৈরির কাজ। 

    উন্নাওয়ের ধর্ষণ কাণ্ডে দোষী সাব্যস্ত হওয়া বিজেপির বহিষ্কৃত বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারের জামিনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল সিবিআই। আজ, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন তিন বিচারপতি অবকাশকালীন বেঞ্চে সিবিআইয়ের করা মামলার শুনানি হবে।

    দলীয় কর্মীদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগে মামলা রুজু এবং গ্রেপ্তারির প্রতিবাদে আজ নন্দীগ্রামে মিছিল ও সভার ডাক দিয়েছে বিজেপি। দলীয় এই কর্মসূচিতে যোগ দেবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম বাসস্ট্যান্ড থেকে জানকীনাথ মন্দির পর্যন্ত মিছিল হবে।

  • Link to this news (এই সময়)