• MLA কাপের ফাইনাল দেখতে গিয়ে ক্যানিং স্টেডিয়ামে ভিড়ের চাপে অসুস্থ ৯
    এই সময় | ২৯ ডিসেম্বর ২০২৫
  • এই সময়, ক্যানিং: এমএলএ কাপের ফাইনাল খেলা দেখতে এসে ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়লেন ৯ জন। তার মধ্যে বেশ কয়েকজন পুলিশকর্মী। রবিবার ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের উদ্যোগে এমএলএ কাপের ফাইনালের আয়োজন করা হয়েছিল ক্যানিং স্পোর্টস কমপ্লেক্স স্টেডিয়ামে।

    ১৫ হাজার আসন বিশিষ্ট স্টেডিয়ামে খেলা দেখার জন্য প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার মানুষ জড়ো হয়। তাদের মধ্যে অনেকেই টিকিট কেটে ফাইনালের দিনে একসঙ্গে ঢোকার চেষ্টা করলে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। নিজেদের মধ্যে হুড়োহুড়িতে অনেক দর্শক আহত হন। পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশের বেশ কয়েকজন কর্মীও আহত হন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া যায় ক্যানিং মহকুমা হাসপাতালে।

    বিধায়ক স্টেডিয়ামে মাইক হাতে নিয়ে ঘোষণা করেন প্রত্যেক আহতের চিকিৎসার দায়িত্ব ফুটবল টুর্নামেন্ট কমিটির তরফে নেওয়া হবে। ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন রাজ্যের সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিম হাজরা। ছিলেন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, অভিনেতা অঙ্কশ ও অভিনেত্রী ঐন্দ্রিলা।

  • Link to this news (এই সময়)