• শিয়ালদা থেকে লাস্ট ট্রেনের সময়ে বদল, আরও বেশি রাতে মিলবে লোকাল
    আজ তক | ২৯ ডিসেম্বর ২০২৫
  • পূর্ব রেলে যাত্রীদের জন্য দারুণ সুখবর। এবার লাস্ট ট্রেনের সময় বদলে দিল শিয়ালদা ডিভিশন। মেইন লাইন ও বনগাঁ লাইন দুই শাখাতেই ট্রেনের টাইমে বদল আনা হয়েছে। কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছে দুই লাইনেরই লাস্ট ট্রেন। তবে নতুন সময় কার্যকর হবে ১ জানুয়ারি, ২০২৬ অর্থাৎ নতুন বছরের একেবারে প্রথম দিন থেকে। সদ্য প্রকাশিত টাইম টেবিলে এই তথ্য জানিয়েছে পূর্ব রেল।

    নতুন টাইম জানুন

    বনগাঁ শাখায় এখন লাস্ট ট্রেন শিয়ালদা থেকে ছাড়ে ১১:৫০ মিনিটে। ৩৩৮৩৬ শিয়ালদা-বনগাঁ লোকাল শিয়ালদা থেকে ২৩:৫০ মিনিটে ছেড়ে বনগাঁ পৌঁছায় মধ্যরাত ০১:৪৫ মিনিটে। কিন্তু পূর্ব রেলের নয়া সিদ্ধান্তে ট্রেন ছাড়বে আরও লেট করে। নতুন টাইম টেবিল অনুযায়ী ১ জানুয়ারি ২০২৬ থেকে ৩৩৮৩৬ শিয়ালদা-বনগাঁ লোকাল শিয়ালদা থেকে ছাড়বে রাত ২৩:৫৮ মিনিটে। সেটি বনগাঁ গিয়ে পৌঁছাবে ১:৫৩ মিনিটে।

    মেইন লাইনে এখন লাস্ট ট্রেন শিয়ালদা থেকে ছাড়ে  ১১:৫০ মিনিটে। ৬৩১১১ শিয়ালদা-রানাঘাট লোকাল শিয়ালদা থেকে ২৩:৫০ মিনিটে ছেড়ে রানাঘাটে পৌঁছায় মধ্যরাত ১:৩৮ মিনিটে। কিন্তু পূর্ব রেলের নয়া সিদ্ধান্তে ট্রেন ছাড়বে আরও লেট করে। নতুন টাইম টেবিল অনুযায়ী ১ জানুয়ারি ২০২৬ থেকে ৬৩১১১ শিয়ালদা-রানাঘাট লোকাল শিয়ালদা থেকে ছাড়বে রাত ২৩:৫৮ মিনিটে। সেটি রানাঘাট গিয়ে পৌঁছাবে ১:৪৬ মিনিটে।

    উল্লেখ্য, শিয়ালদা স্টেশনে লাস্ট ট্রেন ধরার জন্য কোনও যাত্রী দৌড়াচ্ছেন, এটি নতুন কোনও ঘটনা নয়। প্রতিদিনই শিয়ালদা স্টেশনে মধ্যরাতে এই দৃশ্য দেখা যায়। ফলে এবার রানাঘাট ও বনগাঁ উভয় শাখায় ট্রেনের টাইম ৮ মিনিট পিছিয়ে দেওয়ার ফলে অনেক যাত্রীই স্বস্তি পাবেন। 
  • Link to this news (আজ তক)