• টাটানগর-এর্নাকুলাম এক্সপ্রেসের ২টি কামরায় আগুন, মৃত্যু ১ ব্যক্তির
    বর্তমান | ২৯ ডিসেম্বর ২০২৫
  • বিশাখাপত্তনাম, ২৯ ডিসেম্বর: আনাকাপল্লিতে টাটানগর-এর্নাকুলাম এক্সপ্রেসের ২টি এসি কামরায় আচমকাই আগুন। দুর্ঘটনায় মৃত্যু হল ১ ব্যক্তির। জানা গিয়েছে, আনাকাপল্লির ইয়ালামানচিলিতে রেল স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে। গতকাল, রবিবার রাত ১২টা ৪৫ মিনিট নাগাদ ১৮১৮৯ টাটানগর-এর্নাকুলাম এক্সপ্রেসের ২টি বাতানুকুল কামরায় আচমকাই আগুন লেগে যায়। প্রথমে বি১ এসি কোচে আগুন লাগে পরে সেটি এম২ এসি কামরাতেও ছড়িয়ে পড়ে। বিষয়টি জানাজানি হতেই আতঙ্কিত যাত্রীরা চেন টেনে ট্রেন থামান। তড়িঘড়ি ট্রেনের কামরা খালি করা হয়। ওই দুটি কামরার একটিতে ৮২ জন এবং অন্যটিতে ৭৬ জন রেল যাত্রী ছিলেন বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, এই ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নাম চন্দ্রশেখর সুন্দরম (৭০)। বিশাখাপত্তনমের এই বাসিন্দা বি১-কামরার যাত্রী ছিলেন। তবে মৃত্যুর খবর এখনও পর্যন্ত নিশ্চিত করেনি রেল কর্তৃপক্ষ।অগ্নিকাণ্ডের জেরে বিশাখাপত্তনম-বিজয়ওয়াড়া রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। অন্যদিকে, এলাকার এসপি জানিয়েছেন, ওই ২ কামরার মোট ১৫৭ জন যাত্রীকে সরকারি বাসের সাহায্যে সামারলাকোটা স্টেশনে পৌঁছে দেওয়া হয়েছে। সেখান থেকে তাঁদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য অন্য ট্রেনের ব্যবস্থা করা হবে। তবে কী ভাবে ওই কামরা দুটিতে আগুন লাগল সে বিষয়ে অবশ্য বিস্তারিতভাবে এখনও পর্যন্ত কিছুই জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে অকুস্থলে গিয়েছে দুটি ফরেনসিক দল। 
  • Link to this news (বর্তমান)