• ঘুচল দূরত্ব, ‘মহারাষ্ট্রের স্বার্থে’ একসঙ্গে লড়ার ঘোষণা কাকা-ভাইপোর, ‘পওয়ার’ কাঁটায় বিদ্ধ বিজেপি?
    প্রতিদিন | ২৯ ডিসেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর শেষে ঘুচল কাকা-ভাইপোর দূরত্ব। আসন্ন নির্বাচনে কাকা শরদ পওয়ারের সঙ্গে জোট বাঁধলেন ভাইপো অজিত পওয়ার। দিনকয়েক পরেই মহারাষ্ট্রে মোট ২৯টি পুরসভার নির্বাচন রয়েছে। সেখানেই এনসিপির দুই শিবির একজোট হয়ে প্রতিদ্বন্দিতা করবে। নির্বাচনী প্রচারে গিয়ে অজিত সাফ জানালেন, “আমাদের পরিবার আবার এক হয়ে গিয়েছে।”

    আগামী ১৫ জানুয়ারি ২৯টি পুরসভায় ভোট। আগামীকাল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। এহেন পরিস্থিতিতে নির্বাচনী প্রচারে গিয়ে রবিবার অজিত বলেন, “আমাদের পরিবার এক হয়ে গিয়েছে। প্রার্থী তালিকা চূড়ান্ত করার সময়েই এনসিপির দুই শিবির একজোট হয়ে লড়ার সিদ্ধান্ত নিয়েছে। অনেকেই প্রশ্ন করেছেন, এইভাবে জোট বেঁধে আদৌ লাভ হবে কিনা। তবে অনেক সময়ে কেবল মহারাষ্ট্রের উন্নতির স্বার্থে সিদ্ধান্ত নিতে হয়। আপাতত আমরা এক হয়েছি।”

    তবে এই সমঝোতা কেবল পিম্পরি-চিঁচওয়াড় পুরসভার নির্বাচনে। বাকি নির্বাচনগুলিতে এনসিপির শরদ এবং অজিত শিবির আলাদাভাবেই লড়বে। পুণের পুরসভা নির্বাচনেও জোট বাঁধা নিয়ে আলোচনা চলছিল কাকা-ভাইপোর মধ্যে। কিন্তু সম্ভবত সেই সমঝোতা ভেস্তে যেতে চলেছে। শরদের কথায় কার্যত পাত্তা দেননি অজিত, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। সেকারণেই মহা বিকাশ আঘাড়ির সঙ্গে আবারও পুণে পুরসভা নিয়ে আলোচনায় বসেছেন শরদ, এমনটাই গুঞ্জন।

    উল্লেখ্য, প্রায় বছর তিনেক আগে শরদ পওয়ারের থেকে বিচ্ছিন্ন হয়ে যান অজিত। আইনি যুদ্ধে জিতে এনসিপির ঘড়ি প্রতীকও যায় তাঁর দখলে। গতবছর লোকসভা নির্বাচনে কিন্তু শরদ পওয়ার ভাইপোকে টেক্কা দিয়েছিলেন। কিন্তু বিধানসভা নির্বাচনে দেখা যায় অজিত পওয়ারের শিবির যেখানে ৪১টি আসনে জিতেছে, সেখানে শরদের দল পেয়েছে ১০টি আসন। তারপর থেকেই জল্পনা শুরু হয়, দুই এনসিপি মিলে যেতে চলেছে। সেটারই সূচনা হল পিম্পরি-চিঁচওয়াড় পুরসভা থেকে। আগামী দিনে কি কাকা-ভাইপো জোটের কাছে পরাস্ত হবে বিজেপি? 
  • Link to this news (প্রতিদিন)