• ‘BLA-2-দের থাকতে দিচ্ছে না, তাই হিয়ারিং বন্ধ করে দিয়েছি’, অসিত মজুমদারের দাপটে সাময়িক বন্ধ শুনানি
    এই সময় | ২৯ ডিসেম্বর ২০২৫
  • BLA-2-দের শুনানিতে না রাখলে হিয়ারিং হবে না— যেমন কথা, তেমন কাজ চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের। সোমবার সকাল সাড়ে ১১টা নাগাদ চুঁচুড়া-মগড়া ব্লক অফিসে শুনানি বন্ধ করে দেন তিনি। প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে হিয়ারিং পর্ব। এ দিকে BDO অফিসের বাইরে তখন লম্বা লাইন। বিপাকে পড়েন তাঁরা। BDO অফিস চত্বরে হাওয়া গরম হতে শুরু করে। ঘটনাস্থলে আসে মগরা থানার পুলিশ। কমিশন সূত্রে খবর, জেলাশাসকের হস্তক্ষেপের পরে শুনানি শুরু হয়। তবে চুঁচুড়া সদরের মহকুমা শাসক অয়ন নাথকে ফোন করা হলে এ নিয়ে তিনি কোনও মন্তব্য করতে চাননি।

    বিধায়ক অসিত মজুমদার বলেন, ‘আমরা এই ধরনের হিয়ারিং পদ্ধতির বিরুদ্ধে। যাঁকে পারছে, শুনানিতে ডাকছে। কত বয়স্ক মানুষ দেখছি অ্যাম্বুল্যান্সে পর্যন্ত এসেছেন। এর অর্থ কী? যাঁরা সরকারি কর্মী, দীর্ঘদিন সরকারি কাজ করেছেন, অবসর নিয়েছেন, পেনশন পান, তাঁদেরও হিয়ারিং-এ ডাকা হচ্ছে। পাসপোর্ট থাকুক বা ২০০২-এর SIR লিস্টে নাম থাকুক, হিয়ারিং নোটিস দিয়ে দিচ্ছে। এই দুর্ভোগের শেষ কোথায় কেউ জানে না।’

    অসিতের দাবি, স্বচ্ছতা আনতে হলে BLA-2-দের প্রবেশের অধিকার দিতে হবে। তাঁর দাবি, ফর্ম বিলি থেকে অন্য কাজে যদি BLA-2 থাকতে পারেন, তা হলে শুনানিতে কেন নয়? একই সঙ্গে তিনি দাবি করেন, BLA-2 থাকতে পারবেন না, তা লিখিত ভাবে দিতে হবে। BLA-2-দের সরিয়ে ইচ্ছেমতো নাম বাদ দিয়ে দেওয়া হবে, তা চলবে না। একজনও যোগ্য ভোটারের নাম বাদ দেওয়া যাবে না।’

    যদিও খবর পৌঁছতেই প্রশাসনের লোকজন নড়েচড়ে বসে। ফোনাফোনি শুরু হয়। সূত্রের খবর, ঘণ্টাখানেক পরে সমস্যা মেটে। আবারও শুরু হয় হিয়ারিং পর্ব।

  • Link to this news (এই সময়)