• হাওড়া-কলকাতা স্টেশন থেকে একাধিক ট্রেন রিশিডিউল, ঘুরপথেও চলবে একটি
    এই সময় | ২৯ ডিসেম্বর ২০২৫
  • বিহারে মালগাড়ি লাইনচ্যুত হয়ে যাওয়ার ঘটনায় হাওড়া ও কলকাতা স্টেশন থেকে ছাড়া একাধিক ট্রেন রিশিডিউল ও ঘুরপথে চালানো হচ্ছে। বাতিলও করা হয়েছে একটি ট্রেন।

    আজ রিশিডিউল হয়েছে যে ট্রেনগুলি—

    ১. 12023 UP হাওড়া-পাটনা জনশতাব্দী এক্সপ্রেস। ২৯ ডিসেম্বর বেলা ২টো ৫-এ ছাড়ার কথা থাকলেও এই ট্রেন রাত ৮টায় ছাড়বে।

    ২.13019 UP হাওড়া-কাঠগোদাম বাগ এক্সপ্রেস রাত ৯টা ৪৫-এ ছাড়ার কথা থাকলেও ছাড়বে রাত ১টায়।

    বাতিল ট্রেন

    63157/63158 জসিডি-বৈদ্যনাথধাম-জসিডি MEMU আজ বাতিল করা হয়েছে।

    ঘুরপথে চলছে ট্রেন

    13137 কলকাতা-আজ়মগড় এক্সপ্রেস আজকের জন্য আসানসোল-প্রধান খুন্টা-ধানবাদ-গয়া-কিউল হয়ে যাবে। ধানবাদ ও গয়ায় ট্রেন থামবে।

    শনিবার গভীর রাতে স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত হয় সিমেন্ট বোঝাই মালগাড়ির একাধিক কামরা। হাওড়া-পাটনা-দিল্লি মেইন লাইনে শিমুলতলা স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে। সেই ঘটনার কারণেই এই সূচি-বদল বলে খবর।

  • Link to this news (এই সময়)