• শিক্ষকদের নতুন কাজ দিল রাজ্য সরকার, ‘টপ প্রায়োরিটি’-তে গুনতে হবে পথকুকুর!
    এই সময় | ২৯ ডিসেম্বর ২০২৫
  • স্কুল শিক্ষকদের কাঁধে ‘গুরুদায়িত্ব’ দিল দিল্লি সরকার। গুনতে হবে পথ কুকুরদের সংখ্যা। সম্প্রতি এই মর্মে একটি নির্দেশ দিয়েছে ‘দ্য ডিরেক্টরেট অফ এডুকেশন’ (ডিওই)। সেখানে সমস্ত জেলার এডুকেশন অফিসারদের বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলি থেকে নিয়োগ করতে হবে নোডাল অফিসার, যাঁরা পথকুকুর গোনার দায়িত্বে থাকবেন।

    এই নির্দেশে বলা হয়েছে, পথকুকুর গোনার কাজের জন্য চিহ্নিত শিক্ষকের নাম এবং তাঁর সম্পর্কিত বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট বিভাগে জমা দিতে হবে। সেই তথ্য পাঠানো হবে দিল্লি সরকারের মুখ্যসচিবের অফিসে। ডিওই ওই নির্দেশে আরও জানিয়েছে, এই বিষয়টি সাধারণ মানুষের সুরক্ষার সঙ্গে সম্পর্কযুক্ত। পাশাপাশি গত ৭ নভেম্বর সুপ্রিম কোর্টের নির্দেশ এবং ২০ নভেম্বর বৈঠকের পরে দেওয়া নির্দেশের সঙ্গে তা সম্পর্কযুক্ত। আর শিক্ষকদের এই কাজে নিয়োগ করা ‘টপ প্রায়োরিটি’ বলেও উল্লেখ করা হয়েছে। শুধু সরকারি নয়, বেসরকারি স্কুলের শিক্ষকদেরও এই কাজে ব্যবহার করা যাবে।

    এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে দিল্লির শালিমার বাগের সরকারি স্কুলের শিক্ষিকা ঋতু সাইনি বলেন, ‘গত সপ্তাহেই শিক্ষকদের এই নতুন ডিউটির বিষয়ে জানানো হয়েছে। কোনও শিক্ষক এই কাজ করতে চান, কি চান না, তা বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়নি।’ ইতিমধ্যেই শিক্ষক সংগঠনের তরফে সিদ্ধান্তটির কড়া সমালোচনা করা হয়। ‘সরকারি স্কুল শিক্ষক সংগঠন’-র এক সদস্য কৃষ্ণা ফোগট বলেন, ‘সংগঠনের তরফে এই সিদ্ধান্তের বিরোধিতা করে শিক্ষামন্ত্রীকে একটি চিঠি দেওয়া হবে। যদি শিক্ষকরা পথ কুকুরদের গোনার কাজ করেন, সে ক্ষেত্রে তাঁদের কাজ কারা করবেন?’ সংগঠনের তরফে আরও প্রশ্ন তোলা হয়েছে, ‘প্রাণী সম্পদ বিকাশ, বন এবং অন্যান্য দপ্তরের কর্মীদের কেন এ কাজে লাগানো হচ্ছে না?’ উল্লেখ্য, চলতি বছরে ৭ নভেম্বর সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, পথকুকুরদের স্কুল, হাসপাতাল এবং অন্যান্য পাবলিক ইনস্টিটিউশন থেকে সরিয়ে নিয়ে যেতে হবে।

  • Link to this news (এই সময়)