অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় প্রকল্প নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। তাঁর আশঙ্কা, 'স্বাস্থ্য শিবিরে ট্যাবলেট দেওয়ার নামে তার মধ্যে জন্ম নিয়ন্ত্রক ট্যাবলেট মিশিয়ে দেওয়া হচ্ছে না তো? সনাতনী হিন্দুদের বলব, খুব সাবধান!'
উল্লেখ্য, রবিবারই সাংবাদিক সম্মেলনে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, নন্দীগ্রামথেকে তাঁর কাছে সেবাশ্রয় ক্যাম্পের অনেক অনুরোধ আসছে। তিনি এবার সেখানেও স্বাস্থ্য সেবা দিতে প্রস্তুত। তৃণমূল সাংসদকে কটাক্ষ করে সোমবার নন্দীগ্রামে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলেন, 'ভাইপো বলছে, আমি প্রত্যেকদিন সেবা দিই। নন্দীগ্রাম থেকে নাকি অনেক অনুরোধ গিয়েছে। কে অনুরোধ করেছে শেখ সুফিয়ান? মামনির গায়ে যারা বোমা মেরেছিল তারা অনুরোধ করেছে নাকি দেবব্রত মাইতিকে যারা খুন করেছিল তারা? অথবা যারা ক্লাবে পেট্রল বোমা মারতে এসেছিল তারা অনুরোধ করেছিল?
এরপরই কার্যত সতর্কবার্তার সুরে নন্দীগ্রামের বিধায়ক বলেন, 'হিন্দু জনগণকে বলছি, সনাতনী হিন্দুদের বলছি, খুব সাবধান। ভোটের আগে ট্যাবলেট বিতরণ করতে আসছে। ট্যাবলেট খাবেন না। এরা চায় বাংলাদেশের মতো নন্দীগ্রামেও হিন্দু জনসংখ্যা কমে যাক। কে এদের ট্যাবলেটের মধ্যে জন্ম নিয়ন্ত্রক ট্যাবলেট মেলানো আছে কি না। এদের কাছে সূঁচ ফোটাবেনা না। এদের কাছে ব্লাড দেবেন না। কত ব্লাড টেস্ট করতে হবে আমায় জানান, আমি ব্যবস্থা করব।' সেবাশ্রয় প্রকল্পকে কটাক্ষ করে শুভেন্দু বলেন, 'ভোটের আগে প্যারাসিটামল ট্যাবলেট, ওআরএসের ২০ টাকার প্যাকেট আর রক্ত পরীক্ষা শিবির করে নন্দীগ্রামের ভোট কেনা যাবে না।'