• উন্নাও কাণ্ড: সেঙ্গারের জামিনে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট
    বর্তমান | ২৯ ডিসেম্বর ২০২৫
  • নয়াদিল্লি, ২৯ ডিসেম্বর: আপাতত জেলমুক্তি হচ্ছে না। উন্নাও ধর্ষণ কাণ্ডে দোষী সাব্যস্ত সেঙ্গারের জামিনে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। তাকে কোনওভাবেই হেফাজত থেকে মুক্তি দেওয়া হবে না বলে স্পষ্টভাবে জানিয়েছে দেশের শীর্ষ আদালত। এর আগে উন্নাও কাণ্ডে দোষী সাব্যস্ত কুলদীপ সিং সেঙ্গারের জামিন মঞ্জুর করেছিল দিল্লি হাইকোর্ট। আজ, সোমবার সেই রায়ে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। দিল্লি হাইকোর্টের গত ২৩ ডিসেম্বরের নির্দেশ মেনে সেঙ্গারকে ছাড়া যাবে না বলে জানিয়েছে শীর্ষ আদালত।দিল্লি হাইকোর্টের রায়ের বিরোধিতা করে গত শনিবারই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল সিবিআই। এরপর আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জেকে মহেশ্বরী এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসি-র বেঞ্চে মামলার শুনানি হয়। সিবিআইয়ের পক্ষ থেকে সলিসিটর জেনারেল তুষার মেহতা দিল্লি হাইকোর্টের রায়ে স্থগিতাদেশের আর্জি জানান। সেই আর্জিতে সিলমোহর দিয়ে দিল্লি হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। এদিন প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, দোষী সাব্যস্ত হওয়া ব্যক্তি আরও এক অপরাধে দোষী সাব্যস্ত। এই বিষয়টি মাথায় রেখেই আমরা দিল্লি হাইকোর্টের গত ২৩ ডিসেম্বরের নির্দেশে স্থগিতাদেশ দিচ্ছি। ৪ সপ্তাহ পরে এই মামলার পরবর্তী শুনানি হবে বলে জানা গিয়েছে। 
  • Link to this news (বর্তমান)