• এসআইআর আতঙ্কের জেরে আত্মঘাতী বৃদ্ধ, রেললাইনে মিলল দেহ
    বর্তমান | ২৯ ডিসেম্বর ২০২৫
  • সংবাদদাতা, রঘুনাথপুর: এসআইআর আতঙ্কের জেরে এক বৃদ্ধ আত্মহত্যা করলেন বলে অভিযোগ। জানা গিয়েছে, মৃতের নাম দুর্জন মাঝি (৮২)। ওই আদিবাসী বৃদ্ধের বাড়ি পাড়া থানার আনাড়া এলাকার চৌতলা গ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে, দুর্জনবাবু সঠিকভাবেই ইনিউমারেশন ফর্ম জমা দিয়েছিলেন। তারপরও তাঁকে এসআইআরের শুনানিতে ডাকা হয়। নির্বাচন কমিশনের তরফ থেকে আজ, সোমবার তাঁকে শুনানির জন্য ডাকা হয়েছিল বলে জানা যাচ্ছে। মৃতের পরিজনদের দাবি, শুনানির বিষয়টি জানার পর থেকেই তিনি আতঙ্কে ভুগছিলেন তিনি। গত দু’দিন ধরে ঠিকমতো খাওয়া-দাওয়াও করছিলেন না। এরপর এদিন সকালে বাড়ি থেকে বের হন। পরে জানা যায়, আদ্রা ডিভিশনের আদ্রা-সাঁওতালডিহি শাখায় রেললাইনে আত্মঘাতী হয়েছেন ওই বৃদ্ধ। খবর পেয়ে তৃণমূল নেতৃত্ব তাঁর বাড়ি গিয়েছে। পাড়ার ব্লক তৃণমূল সভাপতি মনোজ সাহাবাবু বলেন, অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। আমরা পরিবারের পাশে রয়েছি। নির্বাচন কমিশনের ভুল সিদ্ধান্তের জন্য মানুষ আতঙ্কে ভুগছে। এই মৃত্যুর দায় নির্বাচন কমিশনকে নিতে হবে।
  • Link to this news (বর্তমান)