নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বছর প্রায় শেষ। উৎসবের আমেজে বিভোর রাজ্যবাসী। এরমধ্যে শীতের ঝোড়ো ইনিংস কিন্তু অব্যাহতই রয়েছে। রাজ্যের উত্তর-দক্ষিণ দুই বঙ্গেই ঠান্ডায় কাবু প্রায় সকলেই। এই পরিস্থিতিতে কুয়াশার হলুদ সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, হুগলি, পশ্চিম বর্ধমান এবং দুই পরগনায় কুয়াশার দাপট বজায় থাকবে। বেশ কিছুটা কমবে দৃশ্যমানতাও। এই তালিকায় রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলাও। নতুন বছরের শুরুতে দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২-৩ দিন তাপমাত্রার খুব বেশি হেরফের হবে না। তবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।কলকাতার তাপমাত্রা পরপর দু’দিন ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকার পর আজ, সোমবার ফের ১৩ ডিগ্রিতে পৌঁছেছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, এদিন সকালে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি কম। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৫ ডিগ্রি। যেটি স্বাভাবিকের তুলনায় ০.৩ ডিগ্রি কম। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই ঘোরাফেরা করবে। শহর ও পার্শ্ববর্তী অঞ্চলে দিনের বেলায় আকাশ পরিষ্কার থাকবে। তবে কুয়াশার দাপট অব্যাহত থাকবে। এদিন বাঁকুড়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি, আলিপুরদুয়ারে ১০ ডিগ্রি এবং দার্জিলিংয়ে ৩.৮ ডিগ্রি সেলসিয়াস।