• অফিস যাওয়ার পথে বাইক দুর্ঘটনা, মৃত্যু
    দৈনিক স্টেটসম্যান | ২৯ ডিসেম্বর ২০২৫
  • পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম রমাপদ পুরকাইত (৪৩)। তাঁর বাড়ি সোনারপুরের খুরিগাছি এলাকায়। তিনি চৌরঙ্গি লেন এলাকার একটি অফিসে কাজ করতেন।

    রবিবার রাত প্রায় পৌনে ১টা নাগাদ পশ্চিম বন্দর থানা এলাকায় নেপালি বস্তির পাহাড়পুর রোডের স্থানীয়রা দেখেন, এক যুবক বাইক-সহ রাস্তার ধারের নর্দমায় পড়ে গিয়েছেন। তিনি বাইকে চেপে সোনারপুর রোডের দিকে যাচ্ছিলেন। সেই সময় পাহাড়পুর রোডের পাশের নর্দমায় পড়ে যান। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে দেখে, এক ব্যক্তি উপুড় হয় নর্দমায় ভাসছেন। বাইকটিও নর্দমায় পড়ে রয়েছে। স্থানীয়দের সহায়তায় দ্রুত ওই ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ। স্থানীয়দের অনুমান, ততক্ষণে তাঁর মৃত্যু হয়েছে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

    মৃতের সঙ্গে তাঁর পরিচয়পত্র ছিল। সেখান থেকে তাঁর নাম পরিচয় প্রথম জানতে পারে পুলিশ। জানা গিয়েছে, রবিবার রাত ৯টা নাগাদ অফিসে যাওয়ার জন্য বাইক নিয়ে কর্মস্থলের উদ্দেশে বেরিয়েছিলেন রমাপদ। এদিন তাঁর নাইট ডিউটি ছিল। অফিসের সময় পেরিয়ে গেলেও অফিসে পৌঁছোননি রমাপদ। সহকর্মীরা বার বার ফোন করেও তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেননি। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানতে পেরেছে, ওই ব্যক্তি নিয়মিত মদ্যপান করতেন। তবে দুর্ঘটনার সময় তিনি মদ্যপ অবস্থায় ছিলেন কি না তা খতিয়ে দেখছে পুলিশ। কীভাবে তিনি সেদিন নর্দমায় পড়ে গেলেন, তা–ও খতিয়ে দেখা হচ্ছে। ব্যক্তির বাইকটিও উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)