নবান্ন সূত্রে খবর, ঐতিহ্য ও সংস্কৃতির এক অভিনব গবেষণাকেন্দ্র হিসাবেই গড়ে উঠতে চলেছে ‘দুর্গা অঙ্গন’। যা গড়ে তুলতে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই একটি ট্রাস্টও তৈরি করে দিয়েছেন। ‘দুর্গা অঙ্গনে’ থাকবে একটি সংগ্রহশালা। সেখানে বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির বিভিন্ন বিষয় তুলে ধরা হবে। দুর্গাপুজোর সঙ্গে জড়িত থাকা উৎকর্ষের সেরা কিছু শিল্পও সেখানে রাখার পরিকল্পনা হয়েছে
প্রশাসনিক কর্তাদের মতে, ভবিষ্যতে ‘দুর্গা অঙ্গন’ রাজ্যের অন্যতম বড় পর্যটন ও সাংস্কৃতিক আকর্ষণ কেন্দ্র হয়ে উঠতে চলেছে। সেই অনুযায়ীই পরিকাঠামো তৈরি করার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে তাঁদের দাবি, এটি শুধুমাত্র একটি ধর্মীয় কাঠামো নয়, বরং বাংলার শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যের একটি স্থায়ী কেন্দ্র হিসাবে গড়ে উঠবে এই ‘দুর্গা অঙ্গন’।