• মঙ্গলে বাঁকুড়া সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী
    দৈনিক স্টেটসম্যান | ২৯ ডিসেম্বর ২০২৫
  • মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ঘিরে প্রস্তুতি একেবারে তুঙ্গে। বড়জোড়ার বীরসিংহ ময়দানে তৈরি হয়েছে সভামঞ্চ। তার দৈর্ঘ্য প্রায় ১২০ ফুট, প্রস্থ ৬০ ফুট। সামনে আলাদা ভিআইপি করিডর ও মিডিয়া গ্যালারি রাখা হয়েছে। শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানা এলাকা, খনি সংলগ্ন বসতি এবং পশ্চিম ও পূর্ব বর্ধমান সীমান্তবর্তী অঞ্চল থেকে মানুষ আনতে একাধিক রুটে পরিবহণের ব্যবস্থা করা হয়েছে বলে দলীয় সূত্রে খবর।

    এসআইআর নিয়ে সাধারণ মানুষের হয়রানি নিয়ে মমতা সোচ্চার হতে পারেন বলে মনে করছেন রাজনৈতিক মহল। সেই সঙ্গে পাশে থাকার বার্তা। শিল্প ও কর্মসংস্থানের প্রশ্নে রাজ্যের অবস্থান তুলে ধরা, কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে ফের ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক এবং শ্রমিক-মধ্যবিত্ত ভোটব্যাঙ্ককে আবার সংগঠনের ছাতার তলায় আনা। আবার পশ্চিম ও পূর্ব বর্ধমান সংলগ্ন এই এলাকায় বিজেপির সংগঠন শক্তিশালী হওয়ায়, মুখ্যমন্ত্রীর সরাসরি সভা তৃণমূলের কাছে পালটা রাজনৈতিক অস্ত্র। বড়জোড়ার মাঠে সেই লড়াইয়ের প্রস্তুতিই এখন চোখে পড়ছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)