নতুন বছরের শুরুতেই শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস, দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী
প্রতিদিন | ২৯ ডিসেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিছুদিন আগেই শিলিগুড়িতে মহাকাল মন্দির তৈরি করার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নিউটাউনে দুর্গা অঙ্গনের শিলান্য়াস অনুষ্ঠান থেকে সেই মন্দিরের শিলান্যাসের দিনক্ষণ জানালেন তিনি। বললেন, “জানুয়ারির দ্বিতীয় সপ্তাহেই শিলান্যাস করব। পুজোর দিন আমি মনে মনে ঠিক করে ফেলেছি।”
চলতি বছরের অক্টোবরে প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হয়ে গিয়েছিল উত্তরবঙ্গ। একাধিকবার ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে উত্তরবঙ্গ ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সফরের মাঝেই দার্জিলিঙের মহাকাল মন্দিরে পুজো দিয়েছিলেন তিনি। এরপরই শিলিগুড়িতে বাংলার সবচেয়ে বড় মহাকাল মন্দির তৈরির কথা ঘোষণা করেছিলেন। বলেছিলেন, “শিলিগুড়ির ডিএমকে একটা জমি দেখতে বলেছি। সেখানে কনভেনশন সেন্টার হবে। তারপাশেই তৈরি করা হবে মহাকাল মন্দির। এখানে সবচেয়ে বড় শিব রাখা হবে। করতে হয়তো একটু সময় লাগবে। টাস্ট্রি বোর্ড গঠন করতে হবে। সরকার বিনামূল্যেই জমি দেবে।”
সোমবার নিউটাউনে দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠান থেকেই বাংলার সব থেকে বড় মহাকাল মন্দিরের শিলান্যাসের দিনক্ষণ জানান মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, “একটা সুখবর দিই। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে মহাকাল মন্দিরের শিলান্যাস করব। জমি আমি দেখে নিয়েছি। রেডি করে দিয়েছি। পুজোর দিন মনে মনে ঠিক করে ফেলেছি। ট্রাস্টের একটা মিটিং করে বাদ বাকিটা করতে হবে। টাকাও জোগাড় হয়ে গিয়েছে। আমি বাজে কথা কম বলি।” প্রসঙ্গত, দিঘায় জগন্নাথদেবের মন্দির তৈরির পর দুর্গা অঙ্গন তৈরির কথা বলেছিলেন মমতা বন্দ্য়োপাধ্যায়। সোমবার তার শিলান্যাস হল। আগামী ২ বছরের মধ্যে মন্দিরের কাজ শেষ হবে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী।