• ‘নিজেদের কলঙ্ক ঢাকতে…’, কাচের ঘরে বসে ঢিল ছুড়তে গিয়েছিল পাকিস্তান, যা হওয়ার তাই হলো
    এই সময় | ৩০ ডিসেম্বর ২০২৫
  • ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে গিয়ে ফের আন্তর্জাতিক মহলে মুখ পুড়ল পাকিস্তানের। সম্প্রতি ভারতে সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে বলে অভিযোগ করে পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র তাহির আন্দারাবি বলেছিলেন এই নিয়ে পাকিস্তান উদ্বিগ্ন। আন্তর্জাতিক সম্প্রদায়কেও এই বিষয়ে সরব হতে আহ্বান জানিয়েছিলেন তিনি। সোমবার এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিল ভারত। ইসলামাবাদকে কার্যত ‘আয়না’ দেখাল বিদেশ মন্ত্রক (MEA)।

    নয়াদিল্লির তরফে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাফ জানিয়েছেন, পাকিস্তান এমন একটি দেশ যাদের নিজেদের মানবাধিকার এবং সংখ্যালঘু সুরক্ষার রেকর্ড অত্যন্ত খারাপ। তিনি বলেছেন, ‘আমরা পাকিস্তানের এই ভিত্তিহীন মন্তব্য পুরোপুরি খারিজ করছি। যে দেশের নিজেরই সংখ্যালঘুদের উপরে অত্যাচারের ইতিহাস সর্বজনবিদিত, তাদের মুখে এমন কথা মানায় না। নিজেদের কলঙ্ক ঢাকতে অন্যের দিকে আঙুল তুলে কোনও লাভ হবে না।’

    জয়সওয়াল আরও জানান, পাকিস্তানে হিন্দু, শিখ, খ্রিস্টান এবং আহমদিয়া সম্প্রদায়ের উপরে পদ্ধতিগত ভাবে যে নির্যাতন চালানো হয়, তা আজ গোটা বিশ্ব জানে। বিশেষ করে পাকিস্তানের বিতর্কিত ধর্ম আবমাননা আইনকে কী ভাবে সংখ্যালঘুদের নিশানা করার জন্য ব্যবহার করা হয়, সে দিকে নজর রয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলির।

    অর্থাৎ, নয়াদিল্লি স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিল, বিশ্বমঞ্চে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার এই পাকিস্তানি অপচেষ্টা মেনে নেবে না ভারত। তবে গত কয়েকদিনে বিহারে মুসলিম বস্ত্র ব্যবসায়ীকে গণপিটুনিতে হত্যা করা হোক কিংবা ক্রিসমাস উদযাপনে স্বঘোষিত হিন্দুত্ববাদীদের তাণ্ডব— দেশের মানুষই পাকিস্তানের হাতে এই ধরনের মন্তব্য করার হাতিয়ার তুলে দিচ্ছে। পাকিস্তানের সমালোচনা করার পাশাপাশি, এই দিকেও নজর দেওয়ার সময় এসেছে। ভারত সরকারের কোনও মন্ত্রী বা প্রধানমন্ত্রী মোদী কিন্তু এখনও এই বিষয়ে কোনও মন্তব্য করেননি।

  • Link to this news (এই সময়)