• বড় বিপদ থেকে রক্ষা! দুর্ঘটনার কবলে বিরবাহা হাঁসদার গাড়ি, কেমন আছেন মন্ত্রী?
    এই সময় | ৩০ ডিসেম্বর ২০২৫
  • দুর্ঘটনার কবলে পড়ল বনমন্ত্রী বিরবাহা হাঁসদার গাড়ি। সোমবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহরের পোস্ট অফিস রোডে। তবে মন্ত্রী সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে। গাড়ির যাত্রীদের কোনও ক্ষতি হয়নি বলে খবর।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, মন্ত্রীর গাড়ি এ দিন যখন শহরের এলআইসি মোড় থেকে জেলা পরিষদ হয়ে পঞ্চুরচকের দিকে যাচ্ছিল, সেই সময়েই হেড পোস্ট অফিসের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার পিছন থেকে ধাক্কা মারে। দু’টি গাড়িরই সামান্য ক্ষতি হয়। তবে, যাত্রীদের কোন ক্ষতি হয়নি। মন্ত্রীও ছিলেন সুরক্ষিত।

    দ্রুত ঘটনাস্থলে পৌঁছন কর্তব্যরত ট্রাফিক পুলিশকর্মীরা। তাঁরা প্রাইভেট কারটিকে আটক করে কোতোয়ালি থানায় নিয়ে যায়। কিছুক্ষণের মধ্যে মন্ত্রীও নিজের গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে যান। জেলা পুলিশের এক আধিকারিক জানান, নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি পিছন থেকে মন্ত্রীর গাড়িতে ধাক্কা মারে। তবে, সকলেই সুরক্ষিত আছেন। গাড়িটিকে আটক করা হয়েছে। সকলকেই ট্রাফিক আইন মেনে গাড়ি চালানোর জন্য আহ্বান জানাব।

  • Link to this news (এই সময়)