'আমি রোজায় গেলে তোমাদের আপত্তি কেন', নিজেকে সেক্যুলার দাবি করে বললেন মমতা
আজ তক | ৩০ ডিসেম্বর ২০২৫
আজ, সোমবার কলকাতার নিউটাউনে দুর্গা অঙ্গনের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইকো পার্কের ১ নম্বর গেটের কাছে নিউটাউন অ্যাকশন এরিয়া-1A এলাকায় এই দুর্গা অঙ্গনের শিলান্যাস করা হল। ১৭.২৮ একর এলাকা জুড়ে তৈরি করা হচ্ছে এই দুর্গা অঙ্গন। শিলান্য়াস অনুষ্ঠান থেকে একাধিক বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, "অনেকে বলেন আমি তুষ্টিকরণ করি। কিন্তু আমি তুষ্টিকরণ করি না। আমি সঠিক তথ্যে সেক্যুলার। অর্থাৎ সর্বধর্ম সম্বন্বয়। আমরা রামকৃষ্ণ, স্বামীজির মাটির মানুষ...।"
মুখ্যমন্ত্রী বলেন, "এমন কোনও ধর্ম নেই, যে অনুষ্ঠানে আমি যাই না। সব ধর্ম ভালোবাসি। যখন আমি গুরুদ্বারায় যাই মাথায় কাপড় দিয়ে ঢেকে যাই। তখন তো আমাকে প্রশ্ন করা হয় না। কিন্তু আমি রোজায় গেলে তোমাদের আপত্তি কেন?"
এরপর মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এদিনের অনুষ্ঠানে তিনি চাদর গায়ে দিয়ে এসেছেন। কারণ ধর্মীয় নিয়ম অনুসারে পুজোর সময় মহিলারা গা ঢেকে মাথায় কাপড় নেন। আর যেহেতু এখানে শিলান্যাস হচ্ছে। তাই তিনিও চাদর গায়ে দিয়ে এসেছেন। এরপর একধাপ এগিয়ে মমতা বলেন, "প্রতিটি ধর্মেরই নিজস্ব কিছু সংস্কৃতি আছে। সেই সংস্কৃতি আমি যদি মানব না। সেটা হয় কখনও?"
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গা অঙ্গন নিয়ে বলতে গিয়ে বলেন, "দুর্গা অঙ্গন হবে এক সাংস্কৃতিক মিলনস্থল। যা দেশ বিদেশের লক্ষ লক্ষ পর্যটকের কাছে বাংলার বৈচিত্রের মধ্যে ঐক্য তুলে ধরবে।"
দুর্গা অঙ্গন কেমন হবে?
মূল গর্ভগৃহের উচ্চতা হবে ৫৪ মিটার। মন্দিরে শাস্ত্রীয় নিয়ম মেনে ১০৮ দেবদেবীর মূর্তি ও ৬৪টি সিংহমূর্তি বসানো হবে। মূল মণ্ডপ ছাড়াও মন্দিরে থাকবে সিংহ দুয়ার, পবিত্র কুণ্ডু থাকবে। এছাড়াও শিব, গণেশ, লক্ষ্মী, সরস্বতীর জন্য আলাদা আলাদা মণ্ডপ থাকবে। এছাড়া থাকবে প্রসাদ রান্নার ঘর, একটি সাংস্কৃতিক মিউজিয়ামও।