• ফের মেট্রোয় আত্মহত্যার চেষ্টা, অফিস টাইমে থমকে ব্লু লাইন; চরম দুর্ভোগ যাত্রীদের
    আজ তক | ৩০ ডিসেম্বর ২০২৫
  • কলকাতা মেট্রোর ব্লু লাইনে ফের আত্মহত্যার চেষ্টা। সপ্তাহের প্রথম দিনে, অফিস টাইমে থমকে গেল শহরের ‘লাইফলাইন’। সোমবার সন্ধ্যায় ময়দান মেট্রো স্টেশনে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যক্তি। মুহূর্তের মধ্যে বন্ধ করে দিতে হয় বিদ্যুৎ সংযোগ। থেমে যায় ট্রেন। শুরু হয় উদ্ধারকাজ। তার জেরে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম, ব্লু লাইনের বিস্তীর্ণ অংশে পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়ে।

    মেট্রো রেল সূত্রে খবর, বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার ঠিক আগে, আপ লাইনে দক্ষিণেশ্বরগামী একটি ট্রেন ময়দান স্টেশনে ঢোকার মুহূর্তে আচমকা ওই যাত্রী লাইনে নেমে পড়েন। চালক তৎক্ষণাৎ ইমার্জেন্সি ব্রেক কষলেও সংঘর্ষ এড়ানো যায়নি। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে স্টেশনে জরুরি সতর্কতা জারি করা হয়। কয়েক মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় মেট্রোর নিরাপত্তা কর্মী ও উদ্ধারকারী দল। আহত অবস্থায় ওই ব্যক্তিকে লাইন থেকে উদ্ধার করা হয়।

    এই ঘটনার প্রভাব পড়ে গোটা ব্লু লাইনে। সেন্ট্রাল থেকে মহানায়ক উত্তমকুমার পর্যন্ত অংশে পরিষেবা পুরোপুরি বন্ধ করে দিতে হয়। আপ ও ডাউন; দুই দিকেই ট্রেন চলাচল থমকে যায়। পরে ভাঙাপথে পরিষেবা চালু করা হয়। আপাতত একদিকে সেন্ট্রাল থেকে দক্ষিণেশ্বর, অন্যদিকে টালিগঞ্জ থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত সীমিত পরিসরে ট্রেন চালানো শুরু হয়। তবু তাতে ভোগান্তি কমেনি।

    অফিসফেরত ব্যস্ত সময়ে এই বিপর্যয়ে চরম সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। বহু যাত্রী দীর্ঘক্ষণ প্ল্যাটফর্মে আটকে পড়েন। কেউ কেউ বিকল্প পথ খুঁজে বাস বা লোকাল ট্রেনের দিকে ছুটতে বাধ্য হন। ভিড় বেড়ে যায় সড়কে। অনেকের অভিযোগ, সময়মতো কোনও স্পষ্ট ঘোষণা না পাওয়ায় বিভ্রান্তি আরও বেড়েছে।

    এই ঘটনা নতুন নয়। মাত্র কয়েক দিনের ব্যবধানে ব্লু লাইনে ফের আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটল। গত শুক্রবার নেতাজি ভবন স্টেশনে একই ধরনের ঘটনা পরিষেবা বিপর্যস্ত করেছিল। তার আগে রবিবার নেতাজি ও টালিগঞ্জের মাঝখানে যান্ত্রিক ত্রুটির কারণে থমকে যায় মেট্রো। ওই দিন আবার মেট্রো অ্যাপ কাজ না করায় টিকিট কাটতেও সমস্যায় পড়েন যাত্রীরা। সব মিলিয়ে একের পর এক ঘটনার ফলে প্রশ্ন উঠছে, ব্লু লাইনের নিরাপত্তা ব্যবস্থা এবং মানসিক স্বাস্থ্য সংক্রান্ত নজরদারি যথেষ্ট কি না।

    পরিসংখ্যান বলছে, অতীতেও কলকাতা মেট্রোর এই লাইনে একাধিকবার আত্মহত্যা বা আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটেছে। কেন বারবার একই লাইনে এমন ঘটনা ঘটছে, তা নিয়েও চিন্তায় প্রশাসন। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, প্ল্যাটফর্মে নজরদারি বাড়ানো হয়েছে, সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সন্দেহজনক আচরণে দ্রুত নজর রাখার চেষ্টা চলছে। তবু বাস্তবে যে সমস্যার পুনরাবৃত্তি হচ্ছে, তা অস্বীকার করার উপায় নেই। 
  • Link to this news (আজ তক)