• ব্যাক করতে গিয়ে পিষে দিল পথচারীদের! রক্তে ভেজা মুম্বইয়ের রাজপথ, মৃত অন্তত ৪
    এই সময় | ৩০ ডিসেম্বর ২০২৫
  • পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, ঘটনাটি ঘটে রাত ১০টা বেজে ৫ মিনিট নাগাদ। ভান্ডুপ পশ্চিমের স্টেশন রোড এলাকাটি তখন যাত্রী ও পথচারীদের ভিড়ে ঠাসা ছিল। আচমকাই একটি বেস্ট বাস পিছনের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে রাস্তায় থাকা পথচারীদের। ঘটনাস্থলেই পিষ্ট হন একাধিক ব্যক্তি। জনবহুল এলাকায় এমন ঘটনায় মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

    পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, ঘটনাটি ঘটে রাত ১০টা বেজে ৫ মিনিট নাগাদ। ভান্ডুপ পশ্চিমের স্টেশন রোড এলাকাটি তখন যাত্রী ও পথচারীদের ভিড়ে ঠাসা ছিল। আচমকাই একটি বেস্ট বাস ব্যাক করার সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে রাস্তায় দাঁড়িয়ে থাকা পথচারীদের। ঘটনাস্থলেই পিষে যান বহু মানুষ। জনবহুল এলাকায় এমন ঘটনায় মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

    খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় মুম্বই ফায়ার ব্রিগেড, পুলিশ এবং ১০৮ অ্যাম্বুল্যান্স পরিষেবা। স্থানীয় মানুষ এবং উদ্ধারকারী দলের তৎপরতায় রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে নিকটবর্তী এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। কাজেই মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

    ইতিমধ্যেই ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ এবং দুর্ঘটনাস্থলটি ঘিরে রেখেছে। কী ভাবে চালক নিয়ন্ত্রণ হারালেন, বাসটিতে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

  • Link to this news (এই সময়)