• বাংলা দখলের লড়াই সভ্যতা রক্ষার জন্য, বিজেপি নেতার মন্তব্যে বিতর্ক
    এই সময় | ৩০ ডিসেম্বর ২০২৫
  • এই সময়: পশ্চিমবঙ্গে ২০২৬–এর বিধানসভা নির্বাচন স্রেফ রাজনৈতিক লড়াই নয়, বরং সভ্যতা রক্ষার লড়াই হতে চলেছে বলে মনে করেন বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষ। ভারতকে রক্ষা করতে হলে বাংলাকে জয় করতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি। গোয়াতে সংঘ ঘনিষ্ঠ একটি পত্রিকার অনুষ্ঠানে কয়েক দিন আগে সন্তোষ এ কথা বলেন।

    বিজেপির সর্বভারতীয় সাংগঠনিক কাঠামোতে সংঘ থেকে আসা সন্তোষ অত্যন্ত প্রভাবশালী একজন নেতা। অমিত শাহ বিজেপির সভাপতি থাকার সময়ে সন্তোষকে দক্ষিণ ভারতের রাজ্যগুলির বাড়তি সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়েছিল। গোয়ার পানাজিতে তিনি বলেন, ‘বাংলার লড়াই কোনও রাজনৈতিক লড়াই নয়, সভ্যতা রক্ষার লড়াই। আমরা এ ভাবেই দেখছি। ভারতকে বাঁচাতে বাংলাকেও জয় করতে হবে। এটা ১৯তম রাজ্য জয়ের পরে ২০তম রাজ্য জয়ের বিষয় নয়। জনবিন্যাসের সামনে তৈরি হওয়া বড় চ্যালেঞ্জের মুখে ভারতকে রক্ষা করতে বাংলাকে জয় করতে হবে। আমরা এটা করবই।’

    বিজেপির কন্নড় নেতার এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে তৃণমূল। দলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ বলেন, ‘বিএল সন্তোষের মুখে এই সভ্যতার কথা অত্যন্ত হাস্যকর। বাংলা হলো ভারতীয় সভ্যতার হৃদয়। রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাবনায় এর শিকড় রয়েছে। বিজেপি বিদ্বেষ, হিংসা, সংখ্যালঘুদের উপরে আক্রমণে বিশ্বাসী। বিজেপির নেতাদের মুখে সভ্যতার কথা মানায় না। ভারতের সভ্যতাকে বাঁচাতে বিজেপিকে পরাজিত করতে হবে।’

    রাজ্যের শিল্পমন্ত্রী শশী পাঁজার কথায়, ‘সন্তোষ তাঁর মন্তব্যকে কিছুটা সংশোধন করুন, ভারতের জনতাকে বাঁচাতে হবে, এটা বিজেপি করবে না। বাংলায় তৃণমূল ফের জয়ী হলে ভারতকে দিশা দেখাবে। বিজেপিকে হঠিয়ে ভারতকে রক্ষা করতে হবে।’

    তবে এ নিয়ে পাল্টা প্রতিক্রিয়া দিতে চাননি বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। বিজেপির রাজ্য দপ্তরে সাংবাদিক বৈঠকে প্রশ্ন করা হলে তিনি হাত নেড়ে জানিয়ে দেন এ বিষয়ে কিছু বলতে চান না। তবে শমীকের সাফ কথা, ‘২০২৬ এর নির্বাচন হবে তৃণমূলের বিসর্জন।’

    সন্তোষের পর্যবেক্ষণ নিয়ে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, ‘জ্যোতি বসু বহু বছর আগে বলেছেন, বিজেপি অসভ্য বর্বরদের দল। সেই বিজেপি নেতাদের মুখে সভ্যতার কথা মানায় না। পশ্চিমবঙ্গের ঐতিহ্য, সংস্কৃতিকে ধ্বংস করতে চাইছে বিজেপি, এই কাজে তৃণমূল বিজেপির পথ প্রশস্ত করেছে।’

    বিএল সন্তোষ জনবিন্যাসের উল্লেখ করে আদতে বিজেপির অ্যাজেন্ডা অনুযায়ী বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের ইঙ্গিত করতে চাইছে বলে বিরোধীদের বক্তব্য। কিন্তু রাজ্যে স্পেশাল ইনটেনসিভ রিভিশন(সার) প্রক্রিয়ায় যে ৫৮ লক্ষ নাম বাদ গিয়েছে সেখানে কতজন বাংলাদেশি অথবা রোহিঙ্গা রয়েছে তা নির্বাচন কমিশন উল্লেখ করতে পারেনি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এ দিন রাতে এক্স হ্যান্ডলে ‍লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের কৃষ্টি–সংস্কৃতি, শিক্ষা–স্বাস্থ্য সব কিছু তৃণমূলের অপশাসনে বিপন্ন। মানুষ পরিত্রাণ চাইছেন। বিএল সন্তোষ যথার্থই বলেছেন, ভারতকে বাঁচাতে হলে সর্বাগ্রে বাংলাকে বাঁচানো প্রয়োজন।’

  • Link to this news (এই সময়)